চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং সিন ফেই ৩১ মার্চ সকালে বলেছেন , যুক্তরাষ্ট্র তার দেশে চীনের রফতানিকৃত তামার ফালির কাগজের উপর অস্থায়ী ভর্তুকি-বিরোধী কর আদায়ের যে কথা ঘোষণা করেছে , তাতে চীন সরকার তীব্র অসন্তোষ প্রকাশ করছে ।
ওয়াং সিন ফেই বলেছেন , যুক্তরাষ্ট্র ১৯৮৪ সালেই তথাকথিত অ-বাজার অর্থনীতির দেশগুলোর উপর ভর্তুকি-বিরোধী আইন বলবত না করার সিদ্ধান্ত নিয়েছিল । যুক্তরাষ্ট্র এখনো চীনকে একটি অ-বাজার অর্থনীতির দেশ বলে মনে করছে । এমন অবস্থার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র চীনের তীব্র বিরোধিতার পরোয়া না করে চীনের উপর এ আইন বলবত করেছে । এ সিদ্ধান্ত দারুণভাবে চীনের সংশ্লিষ্ট মহলের স্বার্থ ও অনুভূতিকে ক্ষুণ্ণ করেছে । চীন পক্ষ চীনের ন্যায়সংগত অধিকার ও স্বার্থ সংরক্ষণের জন্যে এ পরিস্থিতির বিকাশের উপর নিবিড় নজর রাখব
|