২৯ মার্চ জাতিসংঘ পরিবেশ পরিকল্পনা পরিষদ সূত্রে বলা হয়েছে , কিছু সহজ ও সস্তা ব্যবস্থা নিলেই জ্বালানী সম্পদের ব্যবহার কমাতে পারবে , জ্বালানী শিল্প সম্পর্কিত গ্রীন হাউস গ্যাস নিঃসরণ বিপুল পরিমাণে কমাতে পারবে এবং গোটা পৃথিবীর আবহাওয়ার পরিবর্তন কমানোর ব্যাপারে অবদান রাখতে পারবে ।
এ দিন জাতিসংঘ পরিবেশ পরিকল্পনা পরিষদ " নির্মাণ বস্তু ও আবহাওয়ার পরিবর্তনঃ অবস্থা , চ্যালেঞ্জ ও সুযোগ" শিরোনামের একটি রিপোর্ট প্রকাশ করেছে । রিপোর্টে বলা হয়েছে , নির্মাণ এবং ভবনগুলোর মেরামতে যে জ্বালানী সম্পদ ব্যবহার করা হয় তা গোটা পৃথিবীর জ্বালানি সম্পদ ব্যবহারের মোট পরিমাণের ৩০ থেকে ৪০ শতাংশ ।
রিপোর্টে বলা হয়েছে , শিল্পোন্নত দেশগুলোর পক্ষে নতুন নির্মিত অট্টালিকা অপেক্ষাকৃত কম, তাই তারা বর্তমানে ভবন সংস্কারের মাধ্যমে সম্পদের সাশ্রয় করতে পারে । পক্ষান্তরে উন্নয়নশীল দেশগুলো নতুন ববন তৈরী করার সময় আরও বেশী উন্নতমানের কারিগরি ব্যবস্থাপ্রয়োগ করতে পারবে ।
|