চীনের প্রতিরক্ষা বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি কমিটির চেয়ারম্যান চাং ইয়্যুন ছুয়ান ৩০ মার্চ শাংহাইয়ে বলেছেন , চীনের বৃহত্ বিমান তৈরী বিষয়ক প্রকল্প খুব শিগ্গিরী চালু হবে । অনুমান করা হচ্ছে , এই প্রকল্প অনুযায়ী , পরবর্তী ১০ বছরের মধ্যে এই ধরনের মডেল বিমান তৈরী করা হবে । ভবিষ্যতে শাংহাই চীনের বৃহত্ বিমান তৈরীর কেন্দ্রে পরিণত হবে ।
চীনের এআরজে ২১ নামে বৃহত্ বিমান তৈরী বিষয়ক প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন ।
বিশেষজ্ঞরা মনে করেন যে , ভবিষ্যতে চীনের বৃহত্ বিমান তৈরী বিষয়ক প্রকল্প চালু করার ব্যাপারে এআরজে বিমান এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ । এতে বৃহত্ বিমান তৈরী বিষয়ক প্রকল্প চালু করার জন্য সার্বিক প্রযুক্তিগত সহায়তা2 ও বাজার ব্যবস্থাপনার অভিজ্ঞতা প্রদান করা হবে ।
|