গত কয়েক বছর ধরে চীন ও রাশিয়ার রেলপথে পরিবহনের পরিমাণ বিপুলভাবে বেড়ে যাচ্ছে । এ বছরের প্রথম দু মাসে দুদেশের রেল পথের মাধ্যমে ৬১ লাখ ৮০ হাজার টন মাল পরিবহন করা হয়েছে । এটা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ১৭শতাংশ বেশি ।
৩০ মার্চ চীনের রেল মন্ত্রণালয় সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে ।
রেল পরিবহন হল চীন ও রাশিয়ার আর্থ-বাণিজ্যিক বিনিময়ের প্রধান পদ্ধতি । গত বছর দুদেশের রেল পরিবহনের পরিমাণ ছিল ৩ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টন । এটা আগের বছরের চেয়ে ১১ শতাংশ বেশি । এর মধ্যে অশোধিত তেল পরিবহনের পরিমান এক কোটি তিন লাখ দশ হাজার টন ছিল । আগের বছরের তুলনায় এটা প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে ।
|