এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংস্থার পঞ্চমপরিবহন মন্ত্রী পর্যায়ের সম্মেলন ৩০ মার্চ অষ্ট্রেলিয়ার আডলোইড শহরে শেষ হয়েছে ।
এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংস্থার ২১টি সদস্য দেশের ২৫০জন পরিবহন মন্ত্রী এবং তাদের প্রতিনিধিরা সম্মেলন শেষে এক যৌথ বিবৃতি প্রকাশ করেছেন । বিবৃতিতে বলা হয়েছে , কার্যকর পদ্ধতির মাধ্যমে বিমান শিল্পের গ্রিন হাউস গ্যাসের নিঃসরণের পরিমাণ কমানো হবে । স্থলপথের পরিবহন শিল্পেপ্রাণী ও রাসায়নিক জ্বালানী সম্পদ ব্যবহারের অনুপাত বাড়ানো হবে । যাতে গোটাপৃথিবীর আবহাওয়ার পরিবর্তনের মোকাবেলা করা যায় ।
পাশাপাশি সম্মেলনে অংশগ্রহনকারীরা রাজী হয়েছেন যে , তারা এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের পরিবহন সংক্রান্তনিরাপত্তা সহযোগিতা জোরদার করবেন ।তারা সড়কপথের নিরাপত্তা সহযোগিতা এবং বাণিজ্যের উন্মুক্তকরণ ও সহজায়ন পরিবহনের ভূমিকাসহ নানা বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন ।
চীনের যোগাযোগমন্ত্রী লি সেনলিন প্রতিনিধি দল নিয়ে সম্মেলনে অষ্ট্রেলিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে "চীন-অষ্ট্রেলিয়া সড়কপথ ও জলপথের পরিবহন সহযোগিতা সম্পর্কিত একটি সমঝোতা স্বারক লিপিতে" স্বাক্ষর করেছেন । তিনি পৃথকপৃথকভাবে সিঙ্গাপুরের যোগাযোগ মন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের উপ যোগাযোগমন্ত্রীর সঙ্গে মত বিনিময় করেছেন ।
|