রাষ্ট্রীয় মানদন্ডায়ন পরিচালনা কমিটির মহাপরিচালক লিউ পিংজুন বলেছেন , চীন আগামী দু বছরের মধ্যে ১৪ হাজারটি মানদন্ড তৈরী ও সংশোধন প্রকল্পচালু করবে এবং ৯৫০০টি অকার্যকর মানদন্ড বাতিল করবে ।
লিউ পিংজুন ২৯ মার্চ সাংহাই শহরে এক হাইটেক শিল্পের মানদন্ডায়ন পরীক্ষা অঞ্চলের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেছেন । তিনি আরও বলেছেন , চীন তিন থেকে পাঁচ বছরের মধ্যে নিজের মানদন্ডকে শিল্পোন্নত দেশগুলোর মানে উন্নীতকরবে । ২০১০ সালে চীন এ ক্ষেত্রে এক হাজারেরও বেশি আন্তর্জাতিক মানসম্পন্ন বিশেষজ্ঞ গড়ে তুলবে ।
তিনি জানিয়েছেন , চীন এখন সক্রিয়ভাবে আন্তর্জাতিক মানদন্ড সংস্থা আই এস ও-এর স্থায়ী সদস্যরাষ্ট্রহওয়ার চেষ্টা চালাছে ।
|