৩০ মার্চউত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থারএকটি ভাষ্যে বলা হয়েছে , কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্তকরণের জন্যে ও নিজের বৈধ আর্থিক ক্ষমতা পুনরাদ্ধারেরজন্য উত্তর কোরিয়া ৬ পক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করছে । অন্য কোনো কিছুর জন্য নয় ।
ভাষ্যে বলা হয়েছে , উত্তর কোরিয়া ৬ পক্ষীয় বৈঠকে অংশ নেয় এবং ম্যাকাওয়ের বানকো ডেল্টা এশিয়ায় জব্দকৃতঅর্থ সমস্যার সমাধান হবে বলে আশা করছে । "অন্য লোকের কাছ থেকে কোনোকিছু পাওয়ার জন্য নয় বা কোন ধরণের সাহায্য পাওয়ার জন্য নয়" ।
ভাষ্যে বলা হয়েছে , ৬ পক্ষীয় বৈঠকের উদ্দেশ্য হল , কোরীয় উপদ্বীপের অপারমানবকীকরণ ও তার বাস্তবায়ন করা । এখন আন্তর্জাতিক সম্প্রদায় ও সংশ্লিষ্ট দেশগুলো ইতিবাচক পরিবেশ সৃষ্টির জন্য জোরালো আহবান জানাছে । যাতে ৬ পক্ষীয় বৈঠক যথাশীঘ্রই শুরু হয়ে যায় ।
ভাষ্যে ৬পক্ষীয় বৈঠক সম্পর্কে জাপানের মনোভাবের সমালোচনা করা হয়েছে এবং মনে করা হচ্ছেযে , জব্দকৃত আর্থিক সমস্যা সম্পর্কে জাপানের প্রধানমন্ত্রীআবে সিনজোর উক্তযেমন কোরিয়ার নীতিগত অভিমতের উপর একটি চ্যালেঞ্জ তেমনি ৬ পক্ষীয় বৈঠক বানচাল করার ক্ষেত্রেওএকটি জঘন্য তত্পরতা ।
|