বিদেশে অধ্যয়নরত উচ্চ মানের মানব সম্পদ সৃষ্টির জন্য চীনের কর্মচারী মন্ত্রণালয়সহ ১৬টি বিভাগ এক যৌথ বিজ্ঞপ্তিতে উচ্চ পর্যায়ের অধ্যয়নরত মানব সম্পদের দেশে ফিরে কাজ করার জন্য সবুজ পথ চালু করার কথা ঘোষণা করেছে ।
এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , এ থেকে বিদেশে অধ্যয়নরত উচ্চ মানের মানব সম্পদ দেশে ফিরে কাজ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন ক্রমে যে কোন কর্ম ইউনিটের সকল কর্মচারীর সংখ্যা , প্রয়োজনীয় কর্মচারীর সংখ্যা , বেতনের মোট মূল্য এবং বিদেশে যাওয়ার আগে নিবন্ধন প্রতিষ্ঠানের সীমাবদ্ধ তা তুলে নেয়া হবে । তা ছাড়া , এ বিজ্ঞপ্তিতে এসব মানব সম্পদের বেতন , গবেষণার জন্য দেয়া অর্থ এবং বসবাস সহ বিভিন্ন বিষয়ের ওপর ব্যাখ্যা দেয়া হয়েছে , যাতে তাদেরকে আরো বেশি সুবিধা দেয়া যায় ।
পরিসংখ্যান থেকে জানা গেছে , ২০০৬ সাল পর্যন্ত বিদেশে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের সংখ্যা ১০.৬ লাখ । তাদের মধ্যে ২.৭ লাখ দেশে ফিরে এসেছেন । সাম্প্রতিক বছরগুলোতে দেশে ফিরে আসা ছাত্রছাত্রীদের সংখ্যা বাড়ছে ।
|