দক্ষিণ আফ্রিকার উন্নয়ন কমিউনিটি বিশেষ শীর্ষ সম্মেলন ২৯ মার্চ ত্যানজানিয়ার রাজধানী দারুসসালামে শেষ হয়েছে। সম্মেলনে প্রকাশিত যৌথ ইস্তাহারে আন্তর্জাতিক সম্প্রদায়কে জিম্বাবোয়ের ওপর আরোপিত শাস্তি প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।
১৪টি সদস্য দেশ নিয়ে গঠিত দক্ষিণ আফ্রিকা উন্নয়ন কমিউনিটি আন্তর্জাতিক সম্প্রদায়কে জিম্বাবোয়ের সঙ্গে কূটনৈতিক বিনিময় অব্যাহত রাখার জন্যও অনুরোধ জানিয়েছে। যাতে দেশটির অভ্যন্তরীণ সমস্যা সমাধানের সাহায্য করা যায়। দক্ষিণ আফ্রিকা উন্নয়ন কমিউনিটির সদস্য দেশগুলোর নেতৃবৃন্দের উদ্যোগে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো মবেকি জিম্বাবোয়ের পার্টির মধ্যে সংলাপের ব্যবস্থা ত্বরান্বিত করবেন।
উল্লেখ্য, বিশেষ শীর্ষ সম্মেলনের উদ্যোগে দক্ষিণ আফ্রিকার উন্নয়ন কমিউনিটির কার্যকরী মহাসচিব জিম্বাবোয়ের অর্থনৈতিক সংকট নিয়ে তদন্ত করবেন। যাতে কমিউনিটি জিম্বাবোয়ের অর্থনীতি পুনরুদ্ধারে সাহায্যের প্রস্তাব প্রণয়নের জন্য সংশ্লিষ্ট কাজে লাগানো যায়।
|