v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-30 17:14:37    
আন্তর্জাতিক তেলের দাম কেন অব্যাহতভাবে বাড়ছে

cri
    সম্প্রতি ,আন্তর্জাতিক ক্ষেত্রে তেলের দাম বেড়েই চলেছে। ২৯ মার্চ নিউইয়র্কের বাজারে একটি রিপোর্ট অনুযায়ী, গত মে মাসে সেখানে হালকা তেলের দাম ছিলো প্রতি ব্যারেল ৬৬.০৩ মার্কিন ডলার। এটি হচ্ছে গত ৮ সেপ্টেম্বরের পর তেলের সর্বোচ্চ দাম । সংশ্লিষ্ট বিশ্লেষকগণ মনে করেন , আন্তর্জাতিক ক্ষেত্রে তেলের দাম অব্যাহতভাবে বাড়ার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ইরান ও পশ্চিমাঞ্চলের দেশগুলোর মধ্যে উদ্বেগজনক সম্পর্ক ।

    প্রথমতঃ ২৩ মার্চ, ইরান ব্রিটেনকে তাদের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করায় ব্রিটেনের ১৫ জন সৈন্যকে আটক করেছে। ২৯ মার্চ ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তাদের আটক ১৫ জন সৈন্যকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন । একই সঙ্গে ব্রিটেন সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এ সম্পর্কিত প্রস্তাব গ্রহণের অনুরোধ জানিয়েছে। তাছাড়া, ২৪ মার্চ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ১৭৪৭ নম্বর প্রস্তাবও গৃহীত হয়েছে। এর ফলে ইরানের পরমাণু ক্ষেপণাস্ত্র সংক্রান্ত পরিকল্পনার সংশ্লিষ্ট ক্ষেত্রে শাস্তি আরোপের ব্যবস্থা নেয়া হয়েছে। এ ব্যাপারে ইরান বলেছে , এটি একটি " অবৈধ" প্রস্তাব । ২৫ মার্চ ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে তার সহযোগিতামূলক সম্পর্ক প্রত্যাহারের কথা ঘোষণা করেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক সংকটও ধাপে ধাপে জটিল পরিস্থিতির দিকে চলে যাচ্ছে। ইরানের নৌবাহিনী তার জলসীমায় সপ্তাহব্যাপী সামরিক মহড়ার পর, মার্কিন সেনাবাহিনীও ২৭ মার্চ ব্যাপকভাবে এ অঞ্চলে সামরিক মহড়া অনুষ্ঠানের আয়োজন করে । এটি হলো ২০০৩ সালের মার্চে ইরাকে যুদ্ধ শুরুর পর, মার্কিন সেনাবাহিনীর এ অঞ্চলে অনুষ্ঠিত সর্বোচ্চ সামরিক মহড়া । সংশ্লিষ্ট বিশ্লেষকগণ অনুমান করছে যে, যুক্তরাষ্ট্রের এ সামরিক মহড়ার ফলে ইরানের পরিস্থিতিজটিল হয়ে উঠেছে।

    ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনসহ পশ্চিমাঞ্চলের দেশগুলোর সম্পর্কের অবপাতর কারণে সংশ্লিষ্টদের ধারণা যে, ইরান ওপেকের তেল উত্পাদনকারী দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে পশ্চিমাঞ্চলের দেশগুলোতে তেল সরবরাহ বন্ধ করে দিতে পারে । এ জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে তেলের দাম নিয়ন্ত্রণহীনভাবে বেড়েই চলেছে।

    দ্বিতীয়তঃ আবহাওয়া রিপোর্ট সূত্রে জানা গেছে , চলতি বছর মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে প্রবল ঝড় হতে পারে। যা এ অঞ্চলের তেল উত্পাদন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে বলে অনুমান করা হচ্ছে । একই সঙ্গে যুক্তরাষ্ট্রে তেলের সংরক্ষণাগারের অভাব দেখা দিচ্ছে। বিশেষ করে পেট্রোলের গুদাম কয়েক সপ্তাহ ধরে কমে যাচ্ছে। মার্কিন জ্বালানীসম্পদ মন্ত্রণালয়ের ২৮ মার্চ প্রকাশিত মার্কিন তেলের গুদাম সংক্রান্ত পরিসংখ্যান থেকে জানা গেছে, গত সপ্তাহে মার্কিন বাণিজ্যিক তেল সংরক্ষণসহ নানা ধরণের তেলের গুদামের অভাব দেখা দিয়েছে। উল্লেখ্য, পেট্রোলের গুদাম পর পর সপ্তম সপ্তাহের মত এবারও কম রয়েছে । এসব কারণেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম অব্যাহতভাবে বেড়ে যাচ্ছে।

    তৃতীয়তঃ মে মাস থেকে গ্রীষ্মকালের জন্য যুক্তরাষ্ট্রে অনেক বেশি তেল ব্যবহৃত হবে। এ সময়ে সারা পৃথিবীতেই তেলের চাহিদা খুব বেশি থাকে। এ ছাড়া, বিশ্বের অন্যান্য চলমান জটিল পরিস্থিতির কারণে শিঘ্রই আন্তর্জাতিক বাড়াবে তেলের দাম আরো বৃদ্ধি পেতে পারে।

    আগামী আন্তর্জাতিক বাজারের তেলের দামের অবস্থা অনুযায়ী, সংশ্লিষ্ট বিশ্লেষকগণ মনে করেন, সম্প্রতি এ অবস্থা পরিবর্তনের সম্ভাবনা নেই। আন্তর্জাতিক তেলের দামের বিষয়টি গুরুত্বপূর্ণভাবে ইরান এবং পশ্চিমাঞ্চলের দেশগুলোর সম্পর্কের সঙ্গে সম্পর্কিত। বর্তমানে দু'পক্ষের অভিমত খুবই দৃঢ় এবং পারস্পরিকভাবে আলোচনাযোগ্য। এর জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা দ্রুত সমাধান করা উচিত । ওপেকের নব-নির্বাচিত মহাসচিব আবদুল্লা সালিম আল-বাদরী ২৮ মার্চ বলেছেন, সামুদ্রিক এলাকায় উদ্বেগজনক পরিস্থিতির জন্য আন্তর্জাতিক তেলের দাম ধাপে ধাপে বৃদ্ধি পাচ্ছে। তবে বর্তমানে আন্তর্জাতিক তেলের বাজারে সরবরাহ উদ্বৃত্ত বলে ওপেকের এর ওপর কোন প্রক্রিয়া করতে হবে না। সংশ্লিষ্ট বিশ্লেষকগণ মনে করেন, ব্রিটেনের আটক সৈন্য সম্পর্কিত ঘটনা সমাধানের পর, আন্তর্জাতিক ক্ষেত্রে তেলের দাম ধীরে ধীরে কমিয়ে আনা সম্ভব হবে।