থান শউয়ে ১৯৩৩ সালের ২ ফেব্রুয়ারী জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৩ সালে মিয়ানমারের সামরিক কর্মকর্তাদের ট্রেনিং-কোর্স থেকে স্নাতক হন। ১৯৭৭ থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনি ৮৮তম পদাতিক ডিভিশনের পরিচালনা। ১৯৮০ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি দক্ষিণ-পূর্ব সামরিক অঞ্চলের সেনাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে তিনি স্থল বাহিনীর উপ সেনাপতি হন। ১৯৯০ সালে তিনি মিয়ানমারের ফেডারেল আইন ও শৃংখলা পুনরুদ্ধার কমিশনের ভাইস চেয়ারম্যান, প্রতিরক্ষা বাহিনীর উপ সেনাপতি ও স্থল বাহিনীর সেনাপতি হন। ১৯৯২ সালে তিনি মিয়ানমারের ফেডারেল আইন ও শৃংখলা পুনরুদ্ধার কমিশনের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী হন। ১৯৯৭ সাল থেকে তিনি জাতীয় শান্তি আর উন্নয়ন কমিশনের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, তিন বাহিনীর সেনাপতি ও প্রতিরক্ষা মন্ত্রী হন। ২০০৩ সালের আগস্ট মাসে তিনি প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করেন।
থান শউয়ে ১৯৯৬ সালের জানুয়ারী মাসে মিয়ানমারের ফেডারেল আইন ও শৃংখলা পুনরুদ্ধার কমিশনের চেয়ারম্যান হিসেবে প্রথমে চীন সফর করেন। ২০০৩ সালের জানুয়ারী মাসে তিনি পুনরায় চীন সফর করেন।
|