নোরোদোম সিহামোনি ১৯৫৩ সালের ১৪ মে জন্মগ্রহণ করেন। তিনি সাবেক রাজা নোরোদোম শিহানুকের ছেলে। তিনি ১৯৫৯ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত নমপেনের প্রাথমিক স্কুলে লেখাপড়া করেন। ১৯৬৫ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত চেক বিপাবরিকের রাজধানী প্রাগের হাই স্কুলে লেখাপড়া করেন। ১৯৭৫ সালে তিনি প্রাগের সংগীত আর শিল্প একাডেমি থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। ২০ শতাব্দীর ৮০ দশকে তিনি ফ্রান্সের মোজার্ট সংগীত একাডেমিতে প্রাচীন নাচ ও শিল্প বিষয়ে শিসাকতা করেন। ১৯৯২ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি জাতিসংঘে ক্যাম্বোডিয়ার স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালের আগস্ট থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থায় ক্যাম্বোডিয়ার প্রতিনিধির দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে তিনি শেহানুকের সর্বোচ্চ উপদেষ্টা হন।
সিহামোনি ২০০৪ সালের অক্টোবরে ক্যাম্বোডিয়ার রাজা নির্বাচিত হন। ২৯ অক্টোবর তিনি নমপেনে শপথ গ্রহণ করেন।
সিহামোনি বহুবার চীন সফর করেন।
|