v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-30 09:33:17    
অন্তর্মঙ্গোলিয়ায় গত বছর ৭ লাখ কৃষক বা পশুপালকের পানীয় জল সমস্যার সমাধান করা হয়েছে

cri
    অন্তর্মঙ্গোলিয়ার জলসেচ ব্যুরো থেকে জানা গেছে, ২০০৬ সালে অন্তর্মঙ্গোলিয়ায় মোট ৭ লাখ কৃষক বা পশুপালকের পানীয় জল সমস্যার সমাধান করা হয়েছে। ফলে গ্রামাঞ্চলে কলের পানির গ্রাহকদের অনুপাত ৪০ শতাংশে পৌঁছেছে।

    **চীনের ইউননান প্রদেশ গ্রামাঞ্চলে ভূমিকম্প প্রতিরোধ বাড়িঘর স্থাপনের জন্য প্রতি বছর ৫০ কোটি ইউয়ান রেনমিনপি পুঁজি বিনিয়োগ করবে

    চীনের ইউননান প্রদেশের গ্রামাঞ্চলে ভূমিকম্প প্রতিরোধ বাড়িঘর সম্পর্কিত নিরাপত্তা কার্যক্রম সম্প্রতি শুরু হয়েছে। এ বছর থেকে ধারাবাহিক ১০ বছর ধরে ইউননান প্রদেশ গ্রামাঞ্চলে ভূমিকম্প প্রতিরোধ বাড়িঘর প্রতিষ্ঠার জন্যে প্রতি বছর ৫০ কোটি ইউয়ান রেনমিনপি পুঁজি বিনিয়োগ করবে।

    ইউননান হচ্ছে ভূমিকম্প-পীড়িত সবচেয়ে ক্ষতিগ্রস্ত একটি প্রদেশ। ইতিহাসে বহুবার এ অঞ্চলে প্রবল ভূমিকম্প হয়েছে। ইউননান প্রদেশের গভর্নর ছিন কুয়াংরোং ব্যাখ্যা করে বলেছেন, ইউননান প্রদেশের ৭০ শতাংশ লোক গ্রামাঞ্চলে বসবাস করেন। গ্রামাঞ্চলে লোকের বাড়িঘরের গুণগত মান নিম্ন। নিরাপত্তা ক্ষেত্রে সুপ্ত হুমিক বিরাজ থাকে।

    **২০০৭ সালে চীনের ৯৯.৫ শতাংশ প্রশাসনিক গ্রামে টেলিফোন ব্যবহার করা যাবে

    চীনের তথ্য শিল্প মন্ত্রণালয়ের টেলিযোগাযোগ ব্যবস্থাপনা ব্যুরোর উপ-পরিচালক ছেন চিয়াছুন ২০ মার্চ এক সম্মেলনে বলেছেন, এ বছর চীনের ৯৯.৫ শতাংশ প্রশাসনিক গ্রামের জনগণ টেলিফোন ব্যবহার করতে পারবে।

    ছেন চিয়াছুন বলেছেন, ২০০৭ সালে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল ছাড়া, চীনের অন্যান্য প্রদেশের প্রশাসনিক গ্রামে টেলিফোন ব্যবহার করা যাবে। তা ছাড়া, চীন ইন্টারনেটের নেট ওয়ার্ক গ্রামে প্রবেশের গতিকে দ্রুততর করবে এবং গ্রামাঞ্চলে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াবে। এ বছর চীন গ্রামাঞ্চলে টেলিযোগাযোগের ফি ক্ষেত্রে সুবিধাজনক নীতি প্রণয়ন করবে।

    গ্রামাঞ্চলের টেলিযোগাযোগের পরিস্থিতি পরিবর্তনের জন্যে চীনের তথ্য শিল্প মন্ত্রণালয় ২০০৩ সালের আগষ্ট মাস থেকে "প্রতি গ্রামে টেলিফোন ব্যবহার করা"কার্যক্রম শুরু করেছে। বর্তমানে মোট ১৫.৯ বিলিয়ন ইউয়ান রেনমিনপি পুঁজি বিনিয়োগ করা হয়েছে।