v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-29 21:06:48    
চীনের সরকারী বার্তার সংস্থার নাম কি?

cri
    কিশোরগন্ঞ্জ জেলার শ্রোতা মো: আতাহার আলী তাঁর চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনের সরকারী বার্তার সংস্থার নাম কি? উত্তরে বলছি, সিনহুয়া বার্তাসংস্থা চীনের সরকারী বার্তাসংস্থা। ১৯৩৭ সালের জানুয়ারী মাসে ইয়ানআনে সিনহুয়া বার্তাসংস্থা প্রতিষ্ঠিত হয়। ১৯৪৪ সালের ১লা সেপ্টেম্বর এই সংস্থা থেকে বহিবির্শ্বের জন্য ইংরেজিতে সংবাদ প্রচার শুরু হয়। ১৯৪৮ সালের শেষ দিকে এই সংস্থার প্রথম বিদেশস্থ শাখা চেকোস্লোভাকিয়ার প্রাগে খোলা হয়। ১৯৪৯ সালের অক্টোবর মাসে গণ প্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হওয়ার পর সিনহুয়া বার্তাসংস্থা দেশের সরকারী বাতার্সংস্থায় পরিণত হয়। থাইওয়ান প্রদেশ ছাড়া চীনের অন্য যাবতীয় প্রদেশে, কেন্দ্রশাসিত মহানগরে ও স্বায়ত্তশাসিত অঞ্চলে সিনহুয়ার শাখা আছে। ৮৭টি দেশ ও অঞ্চলেও সিনহুয়ার শাখা প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রত্যেক শাখায় কয়েকজন করে সংবাদদাতা কাজ করছেন। তা ছাড়া, সিনহুয়া বাতার্সংস্থা চীনের জাতীয় সংবাদপত্রগুলোকে ও রেডিও ও টেলিভিশনগুলোকে প্রতিদিন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংবাদ পরিবেশন করে। সিনহুয়া বাতার্সংস্স্থা বিদেশে প্রধানত ইংরেজি ভাষায় খবরাখবর পাঠায়, তবে সেই সঙ্গে সঙ্গে ফরাসী, স্প্যানিশ, আরবী ও রুশ ভাষায়ও সিনহুয়া খবরাখবর পাঠিয়ে থাকে।

    খুলনা জেলা শ্রোতা আব্দুর রাজ্জাক তাঁর চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনে কত চিড়িয়াখানা আছে? কি কি প্রাণী চীনের চিড়িয়াখানায় দেখতে পাওয়া যায়? প্রিয় বন্ধু, আপনার এই প্রশ্নের উত্তর দেয়া একটু কঠিন। কেননা, চীন একটি বিশাল দেশ। অনেক ছোট-বড় শহর আছে। আমার জানা মতে প্রত্যেক মাঝারি আর বড় শহরে চিরিযাখানা আছে। অবশ্যই বড় বড় শহরগুলোতে চিড়িয়াখানা বড়, মাঝারি শহরগুলোতে চিড়িয়াখানা অপেক্ষাকৃত ছোট। যেমন পেইচিং আর সাংহাই এ দু'টো বড় শহরের চিড়িয়াখানার আকার খুব বড়। পেইচিংএর চিড়িয়াখানায় অনেক প্রাণী আছে। এখানে বিশেষভাবে উল্লেখ করতে হবে যে, এই চিড়িয়াখানর এক ধরনের প্রাণী বিশ্বের যে কোন চিড়িয়াখায় দেখতে পাওয়া যায় না। এ প্রাণী হল পান্ডার। কারণ পান্ডার কেবল চীনে দেখা যায়। পান্ডা চীনের রাষ্ট্রীয় রত্ন বলে গণ্য করা যায়। বতর্মানে কেবল চীনের সিছুয়াং প্রদেশের উলন অঞ্চলে পান্ডার বাস করে। তা ছাড়া, পান্ডার মৈত্রীর প্রতীক হিসেবে বিদেশী শীর্ষ নেতাদের প্রতি চীনের শীর্ষ নেতার দেওয়া একটি রাষ্ট্রীয় উপহার দেয়া হত। গত শতাব্দীর সত্তর দশকে যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট নিক্সেন চীন সফর করলেন তখন প্রয়াত্ত চেয়ারম্যান মাও এবং প্রয়াত্ত চৌ এন লেই চীনা জনগণের পক্ষ থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট নিক্সেনরে মাধ্যমে মার্কিন জনগণকে দু'টো পান্ডা উপহার হিসেবে দিলেন। সুতরাং এ কথাও বলা যায়, পান্ডা মৈত্রী দূতের ভূমিকাও পালন করেছে।