চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২৯ মার্চ একটি নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন , চীন আশা করে যে , যুক্তরাষ্ট্র রেনমিনপি'র বিনিময় হারের ব্যাপারে চীনের সঙ্গে বিনিময় জোরদার করবে , পারস্পরিক সমঝোতা বাড়াবে , চীন পরস্পরকে চাপ প্রয়োগের মাধ্যমে হুমকী দেয়ায় বিশ্বাসী নয় ।
খবরে প্রকাশ , সম্প্রতি মার্কিন কংগ্রেসের দু'জন সদস্য চীনের রেনমিনপি'র অধিক নিম্ন বিনিময় হারের জন্য অভিযোগ করেছেন । এতে দু'দেশের বাণিজ্যের ক্ষেত্রে বিরাট ঘাটতি সৃষ্টি হয়েছে এবং প্রায় ১০ লাখ মার্কিনী কর্মসংস্থানের সুযোগ হারিয়েছে ।
ছিন কাং বলেছেন , চীন সরকার রেনমিনপি'র বিনিময় হারের ক্ষেত্রে বরাবরই স্বাধীন, স্বতন্ত্র ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গিতে অবিচল থেকে আসছে । চীন চীনের আর্থ-সামাজিক উন্নয়নের মূল স্বার্থের কথা বিবেচনা করে বিশ্ব ও বিভিন্ন অঞ্চলের আর্থিক স্থিতিশীলতার দিক থেকে চীনের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যুক্তিযুক্ত বিনিময় হারের মান বাছাই করেছে ।
|