" একটি পৃথিবী, একটি স্বপ্ন" কথাটি ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমসের প্রধান শ্লোগান । এটির অর্থ এই দাঁড়াল যে , সারা বিশ্বের প্রতিটি লোক যারা অলিম্পিক গেমসকে গুরুত্ব দেন তারা এতে অংশ নেয়ার সুযোগ পাবেন । অলিম্পিক গেমসের প্রতিযোগিতায় অংশ নিতে না পারলেও তারা স্বেচ্ছাসেবক হিসেবে এতে অংশ নেয়ার সুযোগ পাবেন । ২৮ মার্চ হংকং ও ম্যাকাও, তাইওয়ান, প্রবাসী চীনা , বিদেশী চীনা অথবা বিদেশীদের পক্ষে পেইচিং অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক সংগ্রহ করার কাজ পেইচিংয়ে শুরু হয়েছে ।
২০০৭ সালে ২৮ মার্চ বিকেলে পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি পেইচিংয়ে এক সংবাদসম্মেলনে আনুষ্ঠানিকভাবে স্বেচ্ছাসেবক সংগ্রহের কাজ শুরু করেছে । এ দিন থেকে অলিম্পিক কমিটি হংকং ও ম্যাকাও, তাইওয়ান , প্রবাসী চীনা , বিদেশী চীনা এবং বিদেশী স্বেচ্ছাসেবক নিবন্ধনের কাজ শুরু করেছে। পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির নির্বাহী উপ সভাপতি , পেইচিং অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক সমন্বয় গ্রুপের উপনেতা লি বিনহুয়া সংবাদসম্মেলনে বলেছেন , পেইচিং অলিম্পিক গেমস ও প্রতিবন্ধীঅলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক সংগ্রহের কাজ ইতোমধ্যেইসার্বিকভাবে শুরু হয়েছে । মৌলিক অভিজ্ঞতাসম্পন্নবিভিন্ন ক্ষেত্রের লোকদের আমরা স্বাগত জানাব। প্রতিযোগিতার সময় তাদেরকে স্বেচ্ছাসেবক হিসেবে অলিম্পিক গেমস ও প্রতিবন্ধীঅলিম্পিক গেমসের সেবা করতে স্বাগত জানাবো।
লি বিনহুয়া বলেছেন , হংকং ও ম্যাকাও , তাইওয়ান, প্রবাসী চীনা , বিদেশী চীনা এবং বিদেশীদের মধ্য থেকে স্বেচ্ছাসেবক সংগ্রহ করার কাজ পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি , পেইচিং অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক কর্ম সমন্বয় গ্রুপের সংশ্লিষ্ট সংস্থার অধীনে কার্যকর করা হচ্ছে। এর মধ্যে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের বেসামরিক বিষয়ক ব্যুরোহংকং-এ স্বেচ্ছাসেবক সংগ্রহনের দায়িত্ব পালন করবে । ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের ক্রীড়া উন্নয়ন ব্যুরো ম্যাকাও-এ স্বেচ্ছাসেবক সংগ্রহ করার দায়িত্ব পালন করবে । পেইচিং-এ " পেইচিং অলিম্পিক গেমসের তাইওয়ান স্বেচ্ছা সেবক সংগ্রহ কেন্দ্র তাইওয়ানের স্বেচ্ছাসেবক সংগ্রহ করার দায়িত্ব পালন করবে । পেইচিংস্থ "প্রবাসী চীনা ও বিদেশী চীনা স্বেচ্ছাসেবক সংগ্রহ কেন্দ্র" প্রবাসী চীনা ও বিদেশী চীনা স্বেচ্ছাসেবক সংগ্রহ করার দায়িত্ব পালন করবে । আর পেইচি১-এ "বিদেশী স্বেচ্ছাসেবক সংগ্রহ কেন্দ্র" বিদেশী স্বেচ্ছাসেবক সংগ্রহের দায়িত্ব পালন করবে ।
২৮ মার্চ থেকে শুরু করে হংকং ও ম্যাকাও, তাইওয়ান, প্রবাসী চীনা ও বিদেশী চীনা এবং বিদেশী স্বেচ্ছাসেবকের আবেদনকারীগণ বিভিন্ন দায়িত্বশীল সংস্থার কাছে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে তাদের নাম জমা দিতে পারেন । ২০০৮ সালের মে মাসে পেইচিং অলিম্পিক কমিটি স্বেচ্ছাসেবকের চূড়ান্ত নামের তালিকা ঠিক করবে এবং যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করবে ।
জানা গেছে, বিপুল সংখ্যক বিদেশী ভাষা জানা স্বেচ্ছাসেবক প্রয়োজন। এখন কয়েকটি ভাষার স্বেচ্ছাসেবকের অভাব বলে পেইচিং অলিম্পিক কমিটি আশা করে যে , যাদের বিদেশী ভাষা জানার বৈশিষ্ট্য আছে সেই সব দেশীবিদেশী বন্ধুরা সক্রিয়ভাবেতাদের নাম জমা দেবেন । যারা পুথুং হুয়া ও দিদেশী ভাষা ভাল জানেন, বিশেষ করে যে ভাষা অল্প লোক জানেন অলিম্পিক কমিটি সর্বপ্রথমেতাদের মধ্য থেকে স্বেচ্ছাসেবক বেছে নেবেন। এ সম্পর্কে পেইচিং অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক কর্ম সমন্বয় গ্রুপ অফিসের প্রধান লিউ চিয়েন বলেছেন ,যারা পেইচিংয়ে সেবা করতে আসবেন তাদের আমাদের স্বদেশীয়দের সঙ্গে স্ববাভাবিকভাবে মত বিনিময় করতে সক্ষম হতে হবে । তাই তাদের চীনা ভাষার মান বা পুথুং হুয়ার মান উন্নত হওয়া দরকার । পাশাপাশি তাদের বিদেশী বন্ধুদের সেবাও করতে হবে বলে তারা বিদেশী ভাষার মাধ্যমে মত বিনিময় করতে সক্ষমহবে বলে আমরা আশা করি ।
পেইচিং অলিম্পিক গেমস , প্রতিবন্ধীদের অলিম্পিক গেমস চলাকালে মোট এক লাখ স্বেচ্ছাসেবক সরাসরি গেমস দুটোর জন্য সেবা প্রদানকরবেন ।
|