চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২৯ মার্চ একটি নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন , চীন সরকার রেনমিনপি'র বিনিময় হারের ক্ষেত্রে বরাবরই স্বাধীন , স্বতন্ত্র ও ব্যাপক দায়িত্বশীল দৃষ্টভঙ্গির ব্যাপারে অবিচল থাকবে ।
খবরে প্রকাশ , মার্কিন কংগ্রেসের দুই জন সদস্য সম্প্রতি কংগ্রেসে উথ্থাপিত একটি বিলে রেনমিনপি'র বিনিময় হারের ব্যাপারে চীনের ওপর চাপ প্রয়োগের দাবি জানিয়েছেন ।
ছিন কাং বলেছেন , চীনে এখন সমাজতান্ত্রিক বাজার অর্থনীতি চালু করা হচ্ছে । রেনমিনপি'র বিনিময় হার বাজারের সরবরাহ ও চাহিদার ভিত্তিতে অন্যান্য দেশের মুদ্রার বাস্তবতা বিবেচনা করে নির্ধারণ করা হয়েছে ।
তিনি এই মত প্রকাশ করেছেন যে , চীন সরকার অব্যাহতভাবে রেনমিনপি'র বিনিময় হার বিষয়ক সংস্কারকে ত্বরান্বিত করবে , যাতে রেনমিনপি'র বিনিময় হার একটি যুক্তিযুক্ত মানে বজায় থাকে । এটা যেমন চীন , তেমনি বিশ্বের স্বার্থের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ ।
|