চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ছিনকাং ২৯ মার্চ পেইচিংয়ে বলেছেন , শ্রীলংকায় যততাড়াতাড়ি সম্ভব জাতীয় সমঝোতা ও সামাজিক স্থিতিশীলতা বাস্তাবায়িত হবে বলে চীন আন্তরিকভাবে আশা করে ।
জানা গেছে , সম্প্রতি শ্রীলংকার বিমানবাহিনী ঘাঁটি বিমান আক্রমণের শিকার হওয়ায় ৩জন নিহত আর ১৬জন আহত হয়েছে । এ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ছিন কাং বলেছেন , চীন সরকার সব সময়ই যে কোনো ধরণের সন্ত্রাসী তত্পরতার বিরোধিতা করে । শ্রীলংকায় যততাড়াতাড়ি সম্ভব জাতীয় সমঝোতা ও সামাজিক স্থিতিশীলতা বাস্তবায়িত হবে বলে আমরা আন্তরিকভাবে অপেক্ষা করছি ।
|