২৮ মার্চ শাংহাই সহযোগিতা সংস্থার আঞ্চলিক সন্ত্রাসদমন পরিষদের নবম সম্মেলন উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে অনুষ্ঠিত হয়েছে । চীন , কাজাখস্তান, গিরগিজস্তান, রাশিয়া, তাজিকস্তান এবং উজবেকিস্তানের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিয়েছেন ।
সম্মেলনে সংস্থার সদস্য দেশের চেয়ারম্যান পরিষদে উত্থাপিত আঞ্চলিক সন্ত্রাসদমন সংস্থার ২০০৬ সালের কার্যক্রম সম্পর্কিত রিপোর্টের খসড়া গৃহীত হয়েছে এবং ২০০৭ সালে কার্যক্রমের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে প্রস্তাবসমূহ বাছাই করা হয়েছে ।
সম্মেলনে নির্বাহী কমিটির কর্মকর্তা নির্বাচন অর্থনৈতিক নিরাপত্তার ধারাবাহিকতার ক্ষেত্র তৈরী এবং আঞ্চলিক সন্ত্রাসদমন সংস্থার সদস্য দেশের সঙ্গে সহযোগিতার মাধ্যমে সন্ত্রাসবাদ, বিভক্তিকরণ এবং চরমপন্থীদের ওপর আঘাত হানা সম্পর্কিত আইনী দলিল গৃহীত হয়েছে ।
|