শ্রীলংকার নৌবাহিনী ২৮ মার্চ রাতে উত্তরপূর্ব শ্রীলংকার সাগরে এল টি টি ই'র তিনটি জাহাজকে ডুবিয়ে দিয়েছে। এতে কমপক্ষে ১৫জন নিহত হয়েছে।
এদিন শ্রীলংকার নৌবাহিনীর একটি বহর উত্তরপূর্ব শ্রীলংকা সাগরে টহল দেয়ার সময় এল টি টি ই'র ১০টি জাহাজকে দেখতে পেয়ে চ্যালেঞ্জ করলে সশস্ত্র সংস্থার জাহাজগুলো পালিয়ে যেতে উদ্যত হয়। এ সময় দু'পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ে হয়। এ পর্যন্ত শ্রীলংকা নৌবাহিনীর হতাহতের সংখ্যা য়ায় নি।
সম্প্রতি শ্রীলংকার নৌবাহিনী শ্রীলংকার পূর্বসাগরে তার টহলের কাজ জোরদার করেছে। যাতে টাইগার বাহিনীকে অস্ত্র বা সৈন্য পরিবহনে বাধা দেয়া যায়।
|