|
|
(GMT+08:00)
2007-03-29 16:57:39
|
চলতি বছর চীনের রেস্তোরা শিল্পের বিক্রি মূল্য খুব সম্ভবত ১.২১ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়াবে
cri
২৯ মার্চ চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানে জানা গেছে, চলতি বছর চীনের রেস্তোরাঁ শিল্পে ১৭ শতাংশে বৃদ্ধি হারে পাবে এবং পুরো বছরের খুচরা বিক্রয়ের মূল্য খুব সম্ভবত ১.২১ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়াবে । গত বছর চীনের রেস্তোরা শিল্পের বিক্রি মূল্য ১.০৩ ট্রিলিয়ন ইউয়ান ছিল । যা পরপর ১৬ বছর ধরে অব্যাহতভাবে দ্বিচক্র হারে বৃদ্ধি পেয়েছে । ভোক্তাদের রেস্তোরাঁ মুখি হওয়া চীনে এখন চাহিদা ও উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে । জানা গেছে, বর্তমানে চীনা জনগণের গড়পড়তা খাদ্যশস্য বাবদ ব্যয় হচ্ছে মাত্র ১০০ মার্কিন ডলার , যা ভবিষ্যতে আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে । অনুমাণ করা হচ্ছে, ভবিষ্যতে চীনের রেস্তোরাঁ শিল্প দ্রুতভাবে উন্নয়নের প্রবণতা বজায় থাকবে ।
|
|
|