আফগানিস্তানের কানদাহার প্রদেশের স্বাস্থ্য ব্যুরোর প্রধান আবদুল কাইয়ুম পাখলা ২৮ মার্চ বলেছেন যে, এ ব্যুরোর একটি চিকিত্সক দল ২৭ মার্চ অজ্ঞাত পরিচয় সশস্ত্র ব্যক্তিদের দ্বারা অপহৃত হয়েছে। এ ব্যাপারে নির্দিষ্ট কারণ অনুসন্ধ্যান চলচ্ছে।
তিনি আরো বলেছেন, এ চিকিত্সক দলে মোট ৫জন চিকিত্সাকর্মী ছিলো। এর মধ্যে ২ জন ডাক্তার, ২ জন নার্স এবং ১ জন গাড়ী চালক । এ পর্যন্ত এ ঘটনার বিষয়ে কোন সংস্থা বা ব্যক্তি দায়িত্ব স্বীকার করেনি। তবে সংশ্লিষ্ট এক খবরে বলা হয়েছে, তালিবান এ ৫ জনকে অপহরণ করেছে বলে অনুমান করা হচ্ছে। তারা আগফান সরকারের আটক ২জন তালিবান সশস্ত্র ব্যক্তিকে বিনিময় করতে চায়।
|