চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটি সূত্রে জানা গেছে, চীনের সংশ্লিষ্ট বিভাগ টেলিযোগাযোগ ,রেল পথ, বেসামরিক বিমানচলাচলসহ বিভিন্ন পরিসেবা খাতের সংস্কার জোরদার করা, লাইসেন্স প্রদানের নীতি শিথিল করা, প্রতিযোগিতার ব্যবস্থা আমদানি করা এবং পুঁজি বিনিয়োগের বহুবিধ দিক বাস্তবায়ন করা।
জানা গেছে, চীনের সংশ্লিষ্ট বিভাগ ন্যায্য, সুষম ও স্বাভাবিক পরিসেবা শিল্পের বাজারে প্রবেশের ব্যবস্থা ধাপে ধাপে নেয়ার পাশাপাশি বেসরকারী মালিকানাধীন পরিসেবা শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নে সাহায্য করবে। যাতে বেসরকারী মালিকানাধীন অর্থনীতি পরিসেবা শিল্পের হার উন্নত করা যায়।
|