ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মেদ আলি হোসেইনি ২৭ মার্চ বলেছেন যে, ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এদিন তাদের সৈন্যকে আটক হওয়া সম্পর্কিত ঘটনা আরেকটি পর্যায়ে প্রবেশকরায় তাঁর দেয়া ভাষণ হলো " চ্যালেন্জ" হিসেবে মনে করার শামিল।
হোসেইনি আরো বলেছেন, এ ব্যাপারে ব্রিটেনের অভিমত এ সমস্যার সমাধানে কোন ফলদায়ক ভূমিকা রাখবে না। ফলে সংশ্লিষ্ট আইন বিধির আলোকেই এ বিষয়টি সমাধান করতে হবে।
এ ব্যাপারে ব্লেয়ার একজন মুখপাত্র বলেছেন, বর্তমানে ব্রিটেন সরকার শান্তিপূর্ণভাবে এ সমস্যার সমাধান করতে ইচ্ছুক এবং এ অচলাবস্থা আরও জটিল পর্যায়ে বাড়ানোর ইচ্ছা তাদের নেই।
|