জাপানের প্রতিনিধি পরিষদের স্পীকার , জাপান আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন পরিষদের প্রধান কনো ইয়হেই ২৮ মার্চ বলেছেন, জাপান ও চীনের রাজনৈতিক অবস্থা এবং আর্থ-বাণিজ্য সহযোগিতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে । তিনি দু'দেশের সম্পর্কের সার্বিক উন্নয়নের প্রতি খুবই আশাবাদী ।
এদিন অনুষ্ঠিত বাণিজ্য উন্নয়ন পরিষদের ৫৪তম অধিবেশনে তিনি চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন । তিনি বলেছেন, গত বছর জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজো চীন সফর করে দু'দেশের সম্পর্কের উন্নয়নের জন্য এক গুরুত্বপূর্ণক পদক্ষেপ নিয়েছেন । চলতি বছর এপ্রিল মাসে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও জাপান সফর করবেন । তিনি বিশ্বাস করেন, দু'দেশের সম্পর্কের ভবিষ্যত উজ্জ্বলতর হবে ।
তিনি আরো বলেছেন, ভবিষ্যতে জাপানের বাণিজ্য উন্নয়ন পরিষদ রাজনীতি ও অর্থনীতির ক্ষেত্রে জাপান ও চীনের সম্পর্কের সম্মিলিত উন্নয়ন এবং এশিয়া ও বিশ্বের সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য প্রচেষ্টা চালাবে ।
|