২৮ মার্চ পিপলস ডেইলি পত্রিকার খবরে প্রকাশ , ২০০৬ সালের শেষ নাগাদ চীনের ডিজিট্যাল প্রকাশনা শিল্পের আয় প্রায় ২০ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে ।
চীনের বিজ্ঞান প্রকাশনা গবেষণাগার প্রকাশিত ২০০৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত চীনের বার্ষিক প্রকাশনা শিল্প সংক্রান্ত একটি বার্ষিক রিপোর্টে বলা হয়েছে , ২০০৬ সালের শেষ নাগাদ ডিজিট্যাল প্রকাশনার আয়ের মধ্যে মোবাইল ফোনের গেম্ ও ফ্ল্যাশসহ বিভিন্ন ক্ষেত্রে আয় ৮ বিলিয়ন ইউয়ান হয়েছে । তা ছাড়া ইন্টারনেটের বিজ্ঞাপনের আয় ৪.৬ বিলিয়ন ইউয়ান এবং ইন্টারনেটের গেমের আয় ৫.৫ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে ।
রিপোর্টে বলা হয়েছে , ২০০৬ সালে চীনের ডিজিট্যাল প্রকাশনা শিল্প দ্রুত বিকশিত হয়েছে এবং ডিজিট্যাল প্রকাশনা শিল্প উন্নয়নের জন্য একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে ।
|