চীনের নির্মাণ মন্ত্রণালয়ের শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের কার্যক্রম বিভাগের প্রধান থাং খাই ২৮ মার্চ এক সংবাদসম্মেলনে বলেছেন , শহরাঞ্চল ও গ্রামাঞ্চল নির্মাণের সময় চীন ঐতিহাসিক ,সাংস্কৃতিক এবং পুরাকীর্তি সুরক্ষার ব্যাপারে আরও বেশি গুরুত্ব দেবে ।
থাংখাই বলেছেন , শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের কার্যক্রম তৈরী করার প্রক্রিয়ায় চীন বিখ্যাত ঐতিহাসিক ও সাংস্কৃতিক শহর এবং জেলা নগরের রক্ষা ও পরিচালনার কাজের উপর আরও বেশি গুরুত্ব দেবে । এই সব বিখ্যাত শহর ও জেলা নগরের তত্ত্বাবধান ও পরীক্ষা জোরদার করবে । দর্শনীয় স্থান, সংরক্ষিত এলাকা এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিক শহর ধ্বংস করার মামলার তদন্ত ও দোষীদেরশাস্তিদেবে । এর পাশাপাশি বিখ্যাত ঐতিহাসিক ও সাংস্কৃতিক শহর সম্পর্কিত তত্ত্বাবধানের তথ্য ব্যবস্থাপ্রতিষ্ঠা করবে ।
জানা গেছে , বর্তমান চীনে মোট ১৮০টিরও বেশি বিখ্যাতঐতিহাসিক ও সাংস্কৃতিক শহর ও জেলা নগর রয়েছে । গত ৫ বছরে চীন সরকার প্রায় ৪০টি ঐতিহাসিক ও সাংস্কৃতিক সড়ক ও আবাসিক এলাকা রক্ষার প্রকল্পেমোট ৭ কোটি ৫০ লাখ ইউয়ান রেনমিনপি বরাদ্দ করেছে ।
|