জাতিসংঘের ভিয়েনা দফতরে চীনের স্থায়ী প্রতিনিধি এবং একই সঙ্গে অন্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি থাং কুও ছিয়াং ২৭ মার্চ বলেছেন, মহাকাশে অস্ত্রায়ন নিষিদ্ধকরণ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি যথাযথভাবে নির্ধারণ করা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি যৌথ দায়িত্ব।
তিনি এদিন জাতিসংঘে শান্তিপূর্ণভাবে মহাকাশের ব্যবহার বিষয়ক কমিটির ৪৬তম আইন গ্রুপ সংক্রান্ত কমিটির অধিবেশনে ভাষণ দেয়ার সময় বলেছেন, মানবজাতির শান্তিপূর্ণভাবে মহাকাশকে ব্যবহারের ক্ষেত্রে বরাবরই মহাকাশে অস্ত্রায়ন এবং সমর প্রতিযোগিতার কারণে এ জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখনো " মহাকাশ চুক্তির " ব্যবহার্য্য ক্ষেত্রে অনেক বিষয় পূর্ণাঙ্গ হয়নি। এ জন্য মহাকাশে অস্ত্রায়ন নিষিদ্ধকরণ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি যথাযথভাবে নির্ধারণ করা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ দায়িত্বের অংশ । সংশ্লিষ্ট পক্ষের উচিত ইতিবাচক ভূমিকা পালন করা।
|