বাংলাদেশের কিছু অঞ্চলে সম্প্রতি বার্ড-ফ্লুর সন্ধান পাওয়া গেছে । চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের কাউন্সিউলার বিভাগ ও বাংলাদেশে চীনা দূতাবাস বাংলাদেশের প্রবাসী চীনা ও চীনা কোম্পানীর কর্মীদেরকে বার্ড-ফ্লু প্রতিরোধের সংশ্লিষ্ট ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে ।
২৩ মার্চ বাংলাদেশ সরকার ঘোষণা করেছে যে , ঢাকায় এইচ ৫ এন ১ বার্ড-ফ্লু আবিস্কার করা হয়েছে । এ পর্যন্ত কোনো লোক এ রোগে আক্রান্ত হয় নি ।
এ পর্যন্ত বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট এলাকায় ২০ হাজার হাস মুরগি মেরে ফেলেছে এবং বাকী হাস মুরগিকে টিকা দিয়েছে , হাস-মুরগি পালনকারীদের স্বাস্থ্যের ওপর খোঁজ খবর রাখছে এবং স্বাস্থ্য ও মত্স্যচাষসহ বিভিন্ন মন্ত্রণালয়ে বার্ড-ফ্লু প্রতিরোধের জন্য বিশেষ কোষ খোলা হয়েছে ।
|