প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি। আমি আপনাদের প্রিয় বন্ধু লিলি। আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে শ্রোতাবন্ধুদের পছন্দের কয়েকটি গান শুনবো।
বন্ধুরা, অনুষ্ঠান শুরু করার আগে আমি আপনাদের সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তাইওয়ানে ভূমিকম্পের কারণে সম্প্রতি বাংলাদেশ ও ভারতসহ বিদেশী ওয়েব-সাইটে পৌঁছানো খুব অসুবিধা হচ্ছে। তাই আমি শুধু হাতে থাকা সি ডি থেকে আপনাদের পছন্দের গানগুলো বেছে নিতে পেরেছি। মাঝে মাঝে অনুষ্ঠানে প্রচার করা গানগুলো আপনাদের পছন্দের গান নয়। এ জন্য আমি খুব দুঃখিত। আশা করি, আপনারা আগের মতো ভবিষ্যতেও চাওয়া পাওয়া অনুষ্ঠানকে সমর্থন করবেন। আপনাদের অনেক ধন্যবাদ।
আচ্ছা, এখন গান শুরু করা যাক। বাংলাদেশের চট্টগ্রামের বেল্টা ওয়েলফেয়ার রেডিও ডি এক্স ক্লাবের প্রেসিডেন্ট এস. এম. সিরাজুল ইসলাম (সিরাজ)আমাদের সুরের ভুবনে চীনের জাতীয় সঙ্গীত শুনতে চেয়েছেন। আচ্ছা, প্রিয় বন্ধু, সুরের ভুবনে প্রধানত একজন চীনা শিল্পী এবং তাঁর গান আপনাদের কাছে পরিচয় করিয়ে দেয়া যায়। তাই আপনার অনুরোধ চাওয়া পাওয়া অনুষ্ঠানে পূরণ করছি আমি। কিন্তু চীনের জাতীয় সঙ্গীত শুধু বিশেষ অবস্থায় বাজাতে হয়। তাই এখন আমরা চীনা শিল্পী উ পেইয়ের গাওয়া "বাংলাদেশ যেন রূপসি"নামে গানটি শুনি।
ভারতের পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার গোল্ডেন ডি এক্স ক্লাবের প্রেসিডেন্ট ড: সিদ্ধাথ সরকার আমাদের অনুষ্ঠানে রুনা লায়নার কন্ঠে যে কোন একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, চলুন, বন্ধুরা, একসঙ্গে গানটি শুনি। গানের নাম "এক নয়নে"।
বাংলাদেশের ঝিনাইদহ জেলার রঘুনাথপুর গ্রামের মো: মকছুদুর রহমান ও মনোয়ারা বেগম আমাদের অনুষ্ঠানে সতিনাথ মুখোপাধ্যায়ের গাওয়া যে কোন একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, শ্রোতাবন্ধুরা, একসঙ্গে "বন্ধু হয়ে অনেকেই"নামে গানটি শোনা যাক।
ভারতের পশ্চিম বঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার রগড়া গ্রামের সম্প্রীতি ডি এক্স ইন্টারন্যাশনাল ক্লাবের সম্পাদক সৌতিক হাতী তাঁর চিঠিতে লিখেছেন, আমি চাওয়া পাওয়ার একজন নিয়মিত শ্রোতা। আমি অনুষ্ঠানে গায়ক শিলাজিত্-এর কন্ঠে "বাজলো ছু-টির ঘন্টা"নামে গানটি শুনতে চাই। প্রিয় বন্ধু, আপনার পছন্দের গানটি আমার হাতে নেই। তাই আমি শিলাজিত্-এর গাওয়া "চল মাম"নামে গানটি শোনাচ্ছি। আশা করি আপনি পছন্দ করবেন।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ হলো। আমাদের অনুষ্ঠানে আপনারা কার কন্ঠে কি গান শুনতে চান, আমাকে লিখে জানাবেন। আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শোনার জন্যে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে।
|