সি আর আই-এর কথা শুনে আমার হৃদয়ে
যত ছিল কান্নার হাহাকার
সব দূর হয়ে গেছে, কেটেছে আঁধার,
তাই বুকের ভেতরে পাই সুখের পদধ্বনি।
অতীতের সব কিছু জলানজলি দিয়ে
সি আর আই-এর অপূর্ব সুধায় শিক্ত আমি।
কোথাও কি কেউ আছে সি আর আই ছাড়া?
বন্ধু সবাই নিজেকে গড়ো সি আর আই শুনে।
কর্ণ আমার ধণ্য হয়েছে তাই যখনই
চারদিকে তাকাই শুনি সহস্র শ্রোতার মুখরিতো ধ্বনি
তুমি যে শুধু একটাই সি আর আই
তাই তোমাকেই ভালোবেসে যাই।
---বাংলাদেশের ঝিনাইদহ জেলার ফুলবাড়ীয়া গ্রামের সৌখিন রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট এস.এম.মাসুদ রানা।
|