v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-27 23:07:54    
চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য গায়িকা লি কু ই

cri
    চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের দশম বার্ষিক অধিবেশন সম্প্রতি শেষ হয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারী ৩৪টি গোষ্ঠীর মধ্যে সংস্কৃতি মহল একটি বড় গোষ্ঠী। এর মধ্যে রয়েছে শিল্পী, লেখক, সাংস্কৃতিক বিশেষজ্ঞসহ মোট ১৫০জন। তারা নিজের দৃষ্টি ও অভিজ্ঞতা থেকে সরকারের কাছে প্রস্তাব দিয়ে থাকেন। লি কু ই এর মধ্যে একজন।

    প্রতি বছরের বসন্ত উত্সবের আগের রাতে আয়োজিত নিয়মিত উদযাপন অনুষ্ঠান অবশ্যই লি কু ই'র গান "আজকের আনন্দ সময় আমরা ভুলবো না"র মাধ্যমে শেষ করা হয়। ১৯৮৩ সালে লি কু ই রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য হিসেবে অংশ নিতে শুরু করেন।

    চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন বহু পার্টির সহযোগিতা ও রাজনৈতিক পরামর্শ ব্যবস্থা হলো চীনের একটি মৌলিক রাজনৈতিক ব্যবস্থা। রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্যরা সবাই চীনের বিভিন্ন মহলের বিখ্যাত ও উল্লেখযোগ্য ব্যক্তি। তারা তদন্ত ও জরীপের মাধ্যমে জনমত সংগ্রহ করে এবং প্রস্তাবের মাধ্যমে সরকারের কাছে তা দাখিল করেন।

    লি কু ই আমাদের সংবাদদাতাকে বলেছেন, প্রথমে তিনি রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য হিসেবে গৌরব বোধ করেন। লি কু ই বলেছেন,

    "তখন আমা বয়স শুধু ৩০ বছরের মধ্যে। সদস্য হতে পেরে আমি মনে করি দেশ আমাকে এক রকম মর্যাদা দিয়েছে। কোনো মানুষের জন্য গৌরব খুবই গুরুত্বপূর্ণ। আমি এই কাজটি গৌরবের মতো মনে করি, তাই বেশি চিন্তা করিনি। শুধু সম্মেলনে অংশ নেই এবং শুনি। ক্রমাগত আমার এই ধারণা গড়ে উঠেছে যে, রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য হিসেবে দেশের জন্য আমার দায়িত্ব পালন করা উচিত। তা হলো সমস্যগুলো এবং তাদের সমাধানের পদ্ধতি উত্থাপন করা । এই দায়িত্ব আমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

    সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার সময়ে লি কু ই কোনো প্রস্তাব দাখিল করেননি। আস্তে আস্তে তার প্রস্তাব বেশি হয়ে উঠেছে। ২৫ বছরের মধ্যে তিনি ৩০ থেকে ৪০টি প্রস্তাব বা পরামর্শ দিয়েছেন। এসব প্রস্তাবে যোগাযোগ, স্বাস্থ্য, চিকিত্সা ইত্যাদি ক্ষেত্রের বিষয় রয়েছে। তিনি খুব খুশি যে তিনি ও অন্যান্য সদস্যদের দেয়া জাতীয় বৃহত থিয়েটার নির্মানের প্রস্তাব গ্রহীত হয়েছে। এবং এই থিয়েটার এখন নির্মিত হচ্ছে। চলতি বছর তার উত্থাপিত ৬টি প্রস্তাব সব পরিবেশ রক্ষা ও সম্পদ সাশ্রয়ের বিষয় সম্পর্কে। তা চলতি বছরের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের সরকারি কর্ম রিপোর্টের প্রধান বিষয়। লি কু ই বলেছেন, এখন অর্থনীতি দ্রুত উন্নয়ন হচ্ছে, সাধারণ জীবনে অপব্যবহারের ঘটনাও খুব বেশি। যেমন জিনিসপত্রের অতি পেকিং সমস্যাও দেখা দিচ্ছে। তাতে অনেক সম্পদের অপব্যবহার ও পরিবেশ দূষিত হয়। এই সমস্যার উপর তিনি অনেক দিন ধরে দৃষ্টি রেখে এসেছেন। বিদেশে যাওয়ার সময় তিনি দেখেছেন যে হোটেলের ব্রাশিং যন্ত্রপাতিগুলোর কোনো প্যাকিং নেই। তিনি এসব জিনিস নিয়ে সম্মেলনে অন্যান্য সদস্যদের দেখিয়েছেন। তিনি বলেছেন, সদস্য হওয়ার পর তিনি পরিবেশের উপরে অতি দৃষ্টি রাখছেন। তিনি বলেছেন,

    "রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্যদের কাজ হলো দেশ ও সরকারের কাছে প্রস্তাব ও পরামর্শ দেয়া। আমরা সাধারণ জীবনের কিছু সমস্যা প্রস্তাবের মাধ্যমে উত্থাপন করি। তা আসলে আমাদের দায়িত্ব। কিন্তু আমরা সাধারণত ব্যাপক থাকা সমস্যাগুলো উত্থাপন করি।"

    রাজনৈতিক পরামর্শ সম্মেলনে আরো অনেক সংস্কৃতি মহলের সদস্য আছেন। তারা সমাজের বিভিন্ন ক্ষেত্র নিয়ে চিন্তা, তদন্ত ও বিশ্লেণ করে দেশের উন্নয়নে নিজেদের অবদান রাখছেন।