v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-27 20:46:31    
অলিম্পিক গেমসের দ্বারা মৈত্রী বন্ধন

cri

    ২৭ মার্চ পেইচিং অলিম্পিক গেমস শুরু করতে আরো ৫০০ দিন বাকী। এ উপলক্ষে সম্প্রতি পেইচিংয়ের বিভিন্ন মহল নানা ধরণের কর্মসূচী নিয়েছে।

 যেমন পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি ২৫ মার্চ "যেতে যেতে ২০০৮ --- পেইচিং আন্তর্জাতিক দূরপাল্লার হাঁটা সম্মিলনীর" আয়োজন করেছে। পেইচিং অলিম্পিক গেমস শুরু হতে আরো ৫০০ দিন বাকী রয়েছে বলে প্রায় দশ হাজার লোক দূরপাল্লার হাঁটায় অংশ নিয়ে তা উদযাপন করেছেন। এ ছাড়াও পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি ২৬ মার্চ "পেইচিং অলিম্পিক সংক্রান্ত আন্তর্জাতিক পরিবারঃ পেইচিং ভ্রমণ অভিযান" শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অভিযানে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বমুখী অলিম্পিক পরিবারকে তালিকাভুক্ত করার পর সবশেষে দশটি পরিবারকে বাছাই করা হবে। তারা পেইচিংয়ে এসে "অলিম্পিক ভ্রমণ" করবে।

 নানা অনুষ্ঠানের মধ্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত একটি বিশেষ অনুষ্ঠানও রয়েছে। তা হচ্ছে পেইচিংয়ের তুংচেন অঞ্চলের হোপিংলি প্রথম প্রাথমিক স্কুলে অনুষ্ঠিত "অলিম্পিক মৈত্রীর বন্ধন" ও "অলিম্পিক গেমসের ক্ষুদে সংবাদদাতা দল প্রতিষ্ঠার" অনুষ্ঠান।

 বন্ধুরা, আপনাদের মনে আছে, এই হোপিংলি প্রথম প্রাথমিক স্কুলের ২০০৮ পেইচিং অলিম্পিক গেমসের জন্য বাংলাদেশের কোন স্কুলের সঙ্গে মৈত্রীর বন্ধন সম্পর্ক স্থাপনের কথা ছিল। এই পরিকল্পনা নেয়ার পর থেকে স্কুলটি সক্রিয়ভাবে বাংলাদেশকে জানা, বাঙালী বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব স্থাপনের প্রচেষ্টা চালিয়ে আসছে। এ দিন তাঁরা চীনে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব কাজী ফাইয়াজ মুর্শিদ কাজী , বিশেষজ্ঞ আ. বা. ম. ছালাউদ্দিন ও ইলিয়াস খান, চীনের ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের চারুকলার স্নাতকোত্তর বাঙালী ছাত্র তওফিক বাবরসহ চীনের শিক্ষা পত্রিকা, আধুনিক শিক্ষা পত্রিকার সংবাদদাতাগণ এবং পেইচিংয়ের অলিম্পিক শিক্ষা বিষয়ক নেতৃ গ্রুপের কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়েছেন।

 স্কুলে প্রবেশের সঙ্গে সঙ্গে সেখানকার সুশৃঙ্খল ও আধুনিক পরিবেশ আমার সহকর্মী ছালাউদ্দিন সাহেবকে মুগ্ধ করেছে। তিনি তাত্ক্ষণিকভাবে একটি কবিতা লিখে অনুষ্ঠানে আবৃত্তি করেছেন।

 অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের মধ্য থেকে বাছাই করা ২৪জন ক্ষুদে সংবাদদাতাকে পরিচিতি পত্র প্রদান অনুষ্ঠান। এই ২৪ জন ক্ষুদে সংবাদদাতাদের সবাই তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী। যারা অলিম্পিক গেমসের সময় গেমসের সংশ্লিষ্ট খেলোয়াড়, গেমসের ঈভেন্ট, গেমসের প্রকৃতি ও পরিবেশ নিয়ে কাজ করবে। তা ছাড়াও তারা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের পাশাপাশি বাংলাদেশের অতিথি খেলোয়াড়দেরকেও সাহায্য প্রদানে নিয়োজিত থাকবে।

 অনুষ্ঠানে এক ছাত্রী প্রতিনিধি হিসেবে তার বক্তৃতায় বলেছে যে, আমরা নিজের চোখ দিয়ে আবিষ্কার করব, নিজের মন দিয়ে অনুভব করব, হাতের কলম নিয়ে গুরুত্বপূর্ণ মুহুর্তকে তুলে ধরবো, যৌথভাবে অলিম্পিক গেমসে অংশ নেবো এবং অলিম্পিক গেমসের জন্য যথাসাধ্য নিজের অবদান রাখবো।

 চীনের ছাত্রছাত্রীদের সঙ্গে মেলামেশার সুযোগ পাওয়া বাংলাদেশের কূটনীতিবিদের কাছেও যেন নতুন অভিজ্ঞতা। বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব ফাইয়াজ আনন্দচিত্তে বলেছেন, "পেইচিং অলিম্পিক গেমস শুরু হওয়ার আরো ৫০০ দিন বাকী। এ দিন কেবল চীনের জন্য গুরুত্বপূর্ণ তা নয়, বরং আমাদের জন্য , পৃথিবীর সকল দেশের জন্যও গুরুত্বপূর্ণ।"

 ক্ষুদে সংবাদদাতাদের পরিচিতিপত্র বিতরণের পর বাঙালী অতিথিরা চীনের ছাত্রছাত্রীদের সঙ্গে পেইচিংয়ের রাজধানী যাদুঘর পরিদর্শন করেছেন। ছাত্ররা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণার কাজ করার পাশাপাশি বাঙালী বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ পেয়েছে। তারা ভাষার প্রাচীর থাকা সত্ত্বেও ভাব বিনিময়ের মাধ্যমে একে অপরকে জানতে ও বুঝতে পারার পাশাপাশি দু'দেশের মানুষের মধ্যে যেন খুঁজে পেয়েছে অপূর্ব মিল। ক্ষুদে সংবাদদাতারা রাজধানী যাদুঘরে সাফল্যের সঙ্গে তাদের প্রথম সাক্ষাত্কার গ্রহণের কাজ শুরু করেছে।

 এবারের এই অনুষ্ঠানের মাধ্যমে চীনের ছাত্রছাত্রীরাও পেইচিংকে আরো ভালোভাবে জানতে পেরেছে এবং বাঙালী বন্ধুদের সঙ্গে ভাব বিনিময়ের আগ্রহ আরো প্রবলভাবে জেগে উঠেছে।

 পেইচিং ২০০৮ অলিম্পিক গেমস শুরু হওয়ার তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে চীনে নানা ধরনের কর্মসূচী ইতোমধ্যেই শুরু হযে গেছে। যেমন কিছু দিনের মধ্যেই অনুষ্ঠিত হবে "২০০৬ সালের পেইচিংয়ের দশজন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান" ও "বিদেশী স্বেচ্ছাসেবক সংগ্রহ কাজের উদ্বোধনী অনুষ্ঠান"সহ নানা ধরণের বৈচিত্রময় সব উদযাপনী অনুষ্ঠান। আমাদের দৃঢ় বিশ্বাস, এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে আপনারা আপনার চিন্তা ও চেতনায় অগ্রগতির প্রতীক আরেক নতুন পেইচিং ও অলিম্পিক গেমস সম্পর্কে মুগ্ধকর তথ্য জানতে পারবেন যা আপনাদের হৃদয়ে অনুভূতির আবেগ ছড়িয়ে দিয়ে জীবন ধারায় এনে দেবে আগামী দিনের চলার পথে দারুণ এক প্রাণ শক্তি।


1 2 3 4 5 6 7 8 9 10