v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-27 19:55:21    
চীন বর্ষ রাশিয়ায় শুরু হয়েছে

cri
    রাশিয়ায় "চীন বর্ষের" উদ্বোধনী অনুষ্ঠান ২৬ মার্চ মস্কোর ক্রেমলিন ভবনে অনুষ্ঠিত হয়েছে । রাশিয়া সফররত চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং "চীন বর্ষের" উদ্বোধণ করেছেন । এখন শুনুন সি আর আইয়ের সংবাদদাতার মস্কো থেকে পাঠানো রিপোর্ট :

    পেইচিং ও মস্কোয় মার্চ মাসে বসন্তকালের সুগন্ধ অনুভব করা যায় । সঙ্গে সঙ্গে চীন ও রাশিয়ার কৌশলগত অংশীদারী সম্পর্ক দু'দেশের ইতিহাসের নতুন বসন্তকাল স্বাগত জানিয়ে দ্বিতীয় দশ বছরে প্রবেশ করেছে ।

    দু'দেশের নেতৃবৃন্দের চুক্তি অনুযায়ী ২০০৬ সালে চীনে সাফল্যের সঙ্গে "রাশিয়া বর্ষ" আয়োজন করা হয় । চলতি বছরে দু'পক্ষ রাশিয়ায় "চীন বর্ষ" অনুষ্ঠানের আয়োজন করবে । ২৬ মার্চ সন্ধ্যায় দু'দেশের নেতৃবৃন্দ ক্রেমলিন ভবনে একসঙ্গে "চীন বর্ষ" অনুষ্ঠান উদ্বোধণ করেছেন ।

    ক্রেমলিন হচ্ছে খুব সুন্দর এবং আধুনিক ভবন । সেখানে ৬ হাজার দর্শক একসঙ্গে বসতে পারে । এদিন সন্ধ্যায় এ বড় ভবনে দর্শকদের ভীড় বেশী দিন । মঞ্চে "চীন বর্ষের" প্রতীক দেখা যায় । চীনের ঐতিহ্যিক লাল কাপড় পড়া একটি ছোট পান্ডা ও রাশিয়ার ঐতিহ্যিক সাদা কাপড় পড়া একটি ভল্লুক হাতে হাত মিলিয়ে লাফালাফি করছে ।

    উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও "চীন বর্ষ" অনুষ্ঠান আয়োজনের তাত্পর্যের কথা উল্লেখ করে বলেছেন । তিনি বলেছেন

    এ বছর আমরা রাশিয়ায় "চীন বর্ষ" আয়োজন করবো । রাজনীতি , অর্থনীতি , বিজ্ঞান ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রের প্রায় ২০০ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে । আমরা আশা করছি এ সব অনুষ্ঠানের মাধ্যমে রুশ জনগণকে চীনের ইতিহাস ও সংস্কৃতি , চীনের উন্মুক্তকরণ ও সংস্কারের প্রক্রিয়াকে তুলে ধরা হবে , দু'দেশ ও দু'দেশের জনগণের পারস্পরিক সমঝোতা ও মৈত্রী বাড়ানো হবে ,বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা সম্প্রসারিত হবে , দু'দেশের জনগণের যোগাযোগ ত্বরান্বিত হবে এবং দু'দেশের কৌশলগত অংশীদারী সম্পর্কের সুষ্ঠু উন্নয়নের জন্য নতুন শক্তি যোগানো হবে ।

    উদ্বোধনী অনুষ্ঠানে পুতিনও ভাষণ দিয়েছেন । তিনি বলেছেন :

    আমি ও প্রেসিডেন্ট হু চিন থাও যে রাষ্ট্রীয় বর্ষ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি ,তার কৌশলগত তাত্পর্য রয়েছে । এ সব অনুষ্ঠান প্রমাণ করেছে যে , এ সিদ্ধান্ত সঠিক এবং আমাদেরকে উল্লেখযোগ্য সাফল্য এনে দিয়েছে । এমন বড় অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য হল দু'দেশের সহযোগিতার গুণগত মান উন্নত করা এবং বিভিন্ন আর্থ-বাণিজ্যিক অনুষ্ঠানের মাধ্যমে দু'দেশের সামাজিক অনুষ্ঠানকে জোরদার করা । এ সব অনুষ্ঠানের মাধ্যমে দু'দেশের জনগণ আরো ভালোভাবে পরস্পরকে উপলব্ধি করতে পারবে এবং দু'দেশের সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন নিশ্চিত হবে ।

    উদ্বোধনী অনুষ্ঠানে চীনের শিল্পীরা নাচ-গানের মাধ্যমে চীনের বৈশিষ্টময় অনুষ্ঠান রুশ বন্ধুদের দেখিয়েছেন ।

    পেইচিং অপেরা ও কুংফু সবই চীনের জাতীয় মূল্যবান সাংস্কৃতিক সম্পদ । তা থেকে চীনা জাতীর সংস্কৃতিকে অনুভব করা যায় । এ অনুষ্ঠানের মাধ্যমে দর্শক চীনের পেইচিং অপেরার মনোমুগ্ধকর পরিবেশনা এবং চীনের সুং সান পাহাড়ের কুংফুকে দারণভাবে অনুভব করেছেন ।

    আপনারা যে সংগীত শুনছেন , তা হল একটি ব্যালে সংগীত । তবে এ নাচ মানুষের কাঠে ও মাথায় অভিনয় করেছে । চীনের শিল্পীরা রাশিয়ার ব্যালে ও চীনের দড়াবাজি এ অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের দেখিয়েছেন ।

    অনুষ্ঠান শেষে রুশ দর্শকরা বার বার করতালির মাধ্যমে চীনা শিল্পীদের চমত্কার অভিনয়ের জন্য প্রশংসাসহ ধন্যবাদ জানিয়েছেন ।