২৬ মার্চ পেইচিংয়ে চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের সদস্য , চীনের গণ মুক্তি ফৌজের স্টাফ প্রধান লিয়াং কুয়াং লি'র সঙ্গে সফররত জর্দানের বিমান বাহিনীর প্রধান হুসেইন আহমেদ শদেশ-এর এক বৈঠক হয়েছে ।
লিয়াং কুয়াং লি বলেছেন , দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার পর দু'দেশেওর বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক সুষ্ঠুভাবে প্রসারিত হয়েছে । দু'দেশের সেনাবাহিনীর মধ্যে রয়েছে সুসম্পর্ক বিরাজমান । গত কয়েক বছরে দু' সেনাবাহিনীর মধ্যে বিনিময় ও সহযোগিতা ক্রমাগতভাবে বেড়েছে । চীনের সেনাবাহিনী জর্দানের সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেয় এবং জর্দানী সেনাবাহিনীর সঙ্গে মিলিতভাবে দু' সেনাবাহিনীর বন্ধুত্ব ও সহযোগিতাকে নতুন পর্যায়ে উন্নীত করতে ইচ্ছুক ।
হুসেইন বলেছেন , গত কয়েক বছর ধরে দু'দেশের সম্পর্কে সুষ্ঠু উন্নয়নের প্রবণতা বজায় রয়েছে । এবারের সফরের মাধ্যমে দু'দেশ ও দুই সেনাবাহিনী বিশেষ করে দু'দেশের বিমান বাহিনীর বন্ধুত্ব আরো জোরদার হবে এবং দুই সেনাবাহিনীর সহযোগিতার ক্ষেত্র আরো সম্প্রসারিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন ।
|