চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিন কাং ২৭ মার্চ পেইচিংয়ে বলেছেন, চীন ও জাপানের সপ্তম দফা পূর্বসাগর সংক্রান্ত সংলাপ ২৯ মার্চ জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে। তখন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের পরিচালক হু জেং ইয়ু ও জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশিনিয়া বিভাগের পরিচালক কেনিছিরো সাসাই যার যার দেশের প্রতিনিধি দল নিয়ে এতে অংশ নেবেন।
চিন কাং বলেছেন, চীন-জাপান সীমারেখা সমস্যার ব্যাপারে দু'পক্ষের বিভিন্ন প্রস্তাব রয়েছে। চীন আলাপ-আলোচনার মাধ্যমে পূর্ব সাগরে চীন ও জাপানের সীমারেখা সমস্যা সমাধানের পক্ষপাতি। চীন আশা করে, সপ্তম দফা সংলাপে জাপানের সঙ্গে গভীরভাবে মত বিনিময় করতে পারবে।
২০০৪ সালের অক্টোবর থেকে চীন ও জাপানের মধ্যে পূর্ব সাগর সমস্যা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। গত জুলাই মাসে চীন-জাপান ষষ্ঠ দফা পূর্ব সাগর সংক্রান্ত সংলাপ পেইচিংয়ে অনুষ্ঠিত হয়। দু'পক্ষ পূর্বসাগরে হট লাইন যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে।
|