জাতিসংঘের কসোভো বিষয়ক বিশেষ দূত মার্টি আহতিসারি ২৬ মার্চ নিরাপত্তা পরিষদের কাছে কসোভোর ভবিষ্যত অবস্থা সম্পর্কিত প্রস্তাব সম্পর্কিত একটি রিপোর্ট উত্থাপন করেছেন ।
রিপোর্টে তিনি কসোভোর স্বাধীনতা সংক্রান্ত বিষয় দাখিল করেছেন । কিন্তু স্বাধীনতার শুরুতেই সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামরিক ও বেসামরিক তত্ত্বাবধান ও সাহায্য দরকার ।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন এদিন এক বিবৃতিতে বলেছেন, তিনি আহতিসারির রিপোর্টকে সমর্থন করেন ।
২৬ মার্চ সন্ধ্যায় ই.ইউ'র পালাক্রমিক চেয়ারম্যান দেশ জার্মানী ই.ইউ'র পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে আহতিসারির রিপোর্টের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে এবং তারা মনে করে তা হল একটি ন্যায়বিচার ও সুষম প্রস্তাব ।
কিন্তু সার্বিয়ার প্রেসিডেন্ট বোরিস তাদিক বলেছেন, তিনি প্রস্তাবটি কোনো মতেই গ্রহণ করবেন না । তিনি মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী নিকোলাস বার্নসের সঙ্গে টেলিফোনে আলাপকালে বলেছেন, সার্বিয়া কসোভোর যে কোনো ধরনের স্বাধীনতাকে স্বীকার করবে না । যুক্তরাষ্ট্রের কসোভো বিষয়ক প্রস্তাবটি সমর্থন করার জন্য তিনি খুবই মর্মাহত ।
|