জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজো ২৬ মার্চ জাপানের সিনেটে বলেছেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রমোদবালা সমস্যার ব্যাপারে ক্ষমা চেয়েছেন।
জাপানের কমিউনিস্ট পার্টির সদস্য হারুকো ইয়োশিকায়া জাপান সরকারের কাছে জানতে চেয়েছে যে, আনুষ্ঠানিকভাবে প্রমোদবালা সমস্যার ক্ষমা চাওয়া যায় কি না? এ প্রশ্নে আবে শিনজো বলেছেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রমোদবালা সমস্যার বিষয়ে ক্ষমা চেয়েছেন এবং আরেক বার ঘোষণা করেছেন যে, জাপান সরকার অব্যাহতভাবে ইয়োহেই কোনের মতামত মেনে চলবে।
মার্কিন ভাইস-মুখপাত্র টম ক্যাসে এদিন অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, প্রমোদবালা সমস্যার ব্যাপারে জাপানী প্রধানমন্ত্রী আবে শিনজোর ক্ষমা হচ্ছে " আগামী দিনগুলোয় অন্য আরেকটি পদক্ষেপ নিয়ে নতুন পরিস্থিতির সৃষ্টি করা"। তবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্র আশা করছে যে, জাপান সরাসরিভাবে তার অতীত সম্পর্কিত অপরাধকে স্বীকার করে নেবে।
|