v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-27 16:45:01    
আবহাওয়ার পরিবর্তন মোকাবেলার জন্য চীন আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক

cri

    চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ২৬ মার্চ পেইচিংয়ে বলেছেন, চীন আবহাওয়ার পরিবর্তন মোকাবেলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা জোরদার করা, জ্বালানি সম্পদ ব্যবহারের ফলপ্রসূতা উন্নত করা, পরিচ্ছন্ন জ্বালানি সম্পদ উন্নয়ন করা এবং গ্রীনহাউস গ্যাস নিঃসরণের পরিমাণ নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা চালাতে ইচ্ছুক।

    নরওয়ের প্রধানমন্ত্রী জেনস স্টলটেনবার্গের সঙ্গে বৈঠকের সময় ওয়েন চিয়া পাও বলেছেন, চীন "কিয়োটো প্রটোকোল" সমর্থন করে। যদিও "কিয়োটো প্রটোকোল" উন্নয়নশীল দেশগুলোর ওপর নিঃসরণের পরিমাণ কমানোর লক্ষ নির্ধারণ করে নি। তবু চীন সরকার দায়িত্বশীল মনোভাব নিয়ে নিজের দায়িত্ব পালন করবে।

 স্টলটেনবার্গের বলেছেন, বর্তমান বিশ্বের পরিবেশ দূষণ সমস্যা প্রধানতঃ শিল্পোন্নত দেশের শিল্পায়নের কারণে সৃষ্টি হয়েছে। শিল্পোন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোর গ্রীনহাউস গ্যাস নিঃসরণের পরিমাণ কমানোর ক্ষেত্রে আর্থিক সাহায্য দেয়ার দায়িত্ব রয়েছে। নরওয়ে পুঁজি বিনিয়োগ বৃদ্ধি ও প্রযুক্তির হস্তান্তরসহ নানা পদ্ধতিতে চীনকে সাহায্য করতে চায়।

 দুই নেতা দু'দেশের অবাধ বাণিজ্য চুক্তির যৌথভাবে বাস্তবায়নের সম্ভাব্যতার ওপর গবেষণা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা , বাণিজ্যিক কাঠামো সুবিন্যস্ত করা এবং পরিচ্ছন্ন জ্বালানি সম্পদ, জ্বালানি সম্পদের সাশ্রয় ও মত্স শিল্পসহ নানা ক্ষেত্রের সহযোগিতা উন্নয়নের ব্যাপারে একমত হয়েছেন।

 বৈঠকের পর ওয়েন চিয়া পাও ও স্টলটেনবার্গের নরওয়ের চীনের সার্বিক বাজার অর্থনীতির মর্যাদা স্বীকার করা সংক্রান্ত দলিলগুলোর স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নরওয়ে চীনের সার্বিক বাজার অর্থনীতির মর্যাদা স্বীকার করার পর এ সংখ্যা দাঁড়ালো ৬৯টি দেশে।