২৭ মার্চ পেইচিং অলিম্পিক গেমস শুরু করতে আরো ৫০০ দিন বাকী। এ উপলক্ষে সম্প্রতি পেইচিংয়ের বিভিন্ন মহল নানা ধরণের কর্মসূচী নিয়েছে।
পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি ২৫ মার্চ "যেতে যেতে ২০০৮ --- পেইচিং আন্তর্জাতিক দূরপাল্লার হাঁটা সম্মিলনীর" আয়োজন করেছে। পেইচিং অলিম্পিক গেমস শুরু হতে আরো ৫০০ দিন বাকী রয়েছে বলে প্রায় দশ হাজার লোক দূরপাল্লার হাঁটায় অংশ নিয়ে তা উদযাপন করেছেন। পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি ২৬ মার্চ "পেইচিং অলিম্পিক সংক্রান্ত আন্তর্জাতিক পরিবারঃ পেইচিং ভ্রমণ অভিযান" শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অভিযানে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বমুখী অলিম্পিক পরিবারকে তালিকাভুক্ত করার পর সবশেষে দশটি পরিবারকে বাছাই করা হবে। তারা পেইচিংয়ে এসে "অলিম্পিক ভ্রমণ" করবে।
পেইচিং ২০০৮ অলিম্পিক গেমস শুরু হওয়ার তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে চীনে নানা ধরনের কর্মসূচী ইতোমধ্যেই শুরু হযে গেছে। কিছু দিনের মধ্যেই অনুষ্ঠিত হবে "২০০৬ সালের পেইচিংয়ের দশজন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান" ও "বিদেশী স্বেচ্ছাসেবক সংগ্রহ কাজের উদ্বোধনী অনুষ্ঠান"সহ নানা ধরণের বৈচিত্রময় উদযাপনী অনুষ্ঠান।
|