রাশিয়ায় রাষ্ট্রীয় সফররত চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ২৬ মার্চ রুশ প্রেসিডেন্ট প্লাদিমির পুটিনের সঙ্গে বৈঠক করেছেন। দু'পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক আর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে গভীরভাবে মত বিনিময় করেছেন।
বৈঠকের পর দু'দেশের শীর্ষনেতা যৌথভাবে সংবাদদাতাদের সঙ্গে সাক্ষাত্ করেছেন এবং "চীন বর্ষ" এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দু'দেশের শীর্ষনেতাদের চুক্তি অনুযায়ী , ২০০৬ সালে চীনে "রাশিয়া বর্ষ" অনুষ্ঠিত হয়েছে। ২০০৭ সালে রাশিয়ায় "চীন বর্ষ" অনুষ্ঠিত হচ্ছে। ২০০৬ সালের ৩১ ডিসেম্বর হু চিন থাও ও পুটিন পরস্পরকে নববর্ষের শুভেচ্ছা তারবার্তা পাঠিয়েছেন এবং "চীন বর্ষ" আনুষ্ঠানিকভাবে শুরুর কথা ঘোষণা করেছেন।
|