v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-26 21:09:34    
আন্তর্জাতিক তথ্য বিদ্যা সংক্রান্ত ওলিম্পিক প্রতিযোগিতায় শিরোপা অর্জনকারী ওয়াং তোং

cri

    গত ২৮ আগস্ট পূর্ব মেক্সিকোর ম্যারিডায় অনুষ্ঠিত ১৮তম আন্তর্জাতিক তথ্য বিদ্যা সংক্রান্ত ওলিম্পিক প্রতিযোগিতায় চীনের চারজন ছাত্রছাত্রী শিরোপা অর্জন করেছে। সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী উলুমুজি শহর থেকে আসা প্রথম উচ্চ মাধ্যমিক স্কুলের তৃতীয় বর্ষের ছাত্র ওয়াং তোং হচ্ছে শিরোপা অর্জনকারীদের মধ্যে একজন। সে হচ্ছে উত্তরপশ্চিম চীনের প্রথম শীরোপা অর্জনকারী মাধ্যমিক স্কুলের ছাত্র। আজকের শিক্ষার আলো অনুষ্ঠানে ওয়াং তোংর গল্প আপনাদের কাছে বলবো।

    ইউনেস্কোর উদ্যোগে আন্তর্জাতিক তথ্যায়ন বিদ্যা সংক্রান্ত ওলিম্পিক প্রতিযোগিতা(আইওআই) ১৯৮৮ সালে শুরু হয়। বিশ্বের বিভিন্ন দেশের মাধ্যমিক স্কুলের ২০ বছরের কম বয়সী শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় যোগ দেয়। এটি হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতা। ৭৪টি দেশ ও অঞ্চলের ২৯০জন শিক্ষার্থী এবারের প্রতিযোগিতায় অংশ নেয়। ছোট বেলা থেকে ওয়াং তোং কম্পিউটারে খুব আগ্রহী। নিম্ন মাধ্যমিক স্কুলে ভর্তি হবার পর সে আন্তর্জাতিক তথ্য বিদ্যা সংক্রান্ত ওলিম্পিক প্রতিযোগিতা সম্পর্কে জানতে পারে। তারপর সে তার শিক্ষক ইয়াং হুই রোংয়ের প্রশিক্ষণে তথ্য বিদ্যা সংক্রান্ত জ্ঞান শেখা শুরু করে।

    ওয়াং তোং বলেছে, প্রথম দিকে কম্পিউটার শিক্ষা তার কাছে খুব নীরস লেগেছে। কম্পিউটার সংক্রান্ত জ্ঞান আরো বেশি জানার পর আমি আনন্দিত হই।

    তখন সে ২০জন ছাত্রছাত্রীর সঙ্গে কম্পিউটার শিখতো। তাদের মধ্যে বহু ছাত্রছাত্রীর নৈপূণ্য তার চেয়ে উচ্চ ছিল। তবে ওয়াং তোংর নিরলস প্রচেষ্টা তার শিক্ষক ইয়াং হুই রোংর মনোযোগ পায়। নিম্ন মাধ্যমিক স্কুল থেকে উচ্চ মাধ্যমিক স্কুল পর্যন্ত ওয়াং তোং ক্লাসের বাইরে প্রায় বিশ্রাম নেয়নি। নিম্ন মাধ্যমিক স্কুলের দ্বিতীয় বর্ষে পড়ার সময় জাতীয় যুবযুবতীদের তথ্য বিদ্যা সংক্রান্ত ওলিম্পিকের প্রাদেশিক প্রতিযোগিতায়অভিজ্ঞতার-অভাবে ওয়াং তোং শ্রেষ্ঠ সাফল্য অর্জন করতে পারেনি।

    উচ্চ মাধ্যমিক স্কুলের প্রথম বর্ষে পড়ার সময় দশম জাতীয় যুবযুবতীদের তথ্য বিদ্যা সংক্রান্ত ওলিম্পিক প্রতিযোগিতায় সিনচিয়াং বিভাগীয় প্রতিযোগিতায় ওয়াং তোং শীরোপা অর্জন করে। বিশেষ প্রচেষ্টা চালিয়ে ২০০৫ সালের আগস্ট মাসে সে ২২তম জাতীয় যুবযুবতীদের তথ্য বিদ্যা সংক্রান্ত ওলিম্পিক প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করে। সে জাতীয় তথ্য বিদ্যা প্রশিক্ষণ দলে অংশ গ্রহণ করে। প্রশিক্ষণ দলে ওয়াং তোং তৃতীয় হয়।

    ২০০৬ সালের মে মাসে জাতীয় দলের বাছাই প্রতিযোগিতায় সে দ্বিতীয় হয়ে জাতীয় দলে প্রবেশ করে। সিনচিয়াংয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সে প্রথম জাতীয় দলে প্রবেশ করল। গত বছরের আগস্ট মাসে পূর্ব মেক্সিকোর ম্যারিডায় অনুষ্ঠিত ১৮তম আন্তর্জাতিক তথ্য বিদ্যা সংক্রান্ত দু'দিনব্যাপী ওলিম্পিক প্রতিযোগিতায় সে অংশ নেয়। উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতায় সে স্বর্ণপদক অর্জন করেছে।

    ছাত্রের স্বর্ণপদক অর্জনের খবর জানার পর শিক্ষক ইয়াং হুই রোং আনন্দের সঙ্গে বলেছেন, আমি ওয়াং তোংকে ধন্যবাদ জানাই। কারণ সে চীনের জন্যে সম্মান এনে দিয়েছে, সিনচিয়াং-এর জন্য সম্মান এনেছে এবং উলুমুজি প্রথম মাধ্যমিক স্কুলের জন্যেও সম্মান এনে দিয়েছে। তার শিক্ষক হিসেবে আমি খুব আনন্দিত। পশ্চিম চীনেও পরিশ্রমী শিক্ষক ও ছাত্রের প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা নৈপূণ্য প্রকাশ করতে পারে, এই আন্তর্জাতিক স্বর্ণপদকের মাধ্যমে তার প্রমাণ পাওয়া গেছে।

    বর্তমানে ওয়াং তোং চীনের বিখ্যাত ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। প্রতি সপ্তাহে কম্পিউটার শেখা ছাড়া সে ফুটবলও খেলে। সে বলেছে, নিজের সময়ের যথাযথ ব্যবহার করলেই কেবল শ্রেষ্ঠ সাফল্য অর্জন করা যাবে।