২৬ মার্চ ১২তম মেলবোর্ণ বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার ডাইভিং বিভাগের সকল প্রতিযোগিতা শেষ হয়েছে। চীনের ডাইভিং দল দশটি স্বর্ণপদকের মধ্যে নয়টি পেয়েছে এবং বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার ইতিহাসে শ্রেষ্ঠ রেকর্ড সৃষ্টি করেছে।
এ দিনের দুটি ফাইনাল প্রতিযোগিতায় চীনের সাঁতারু কুও চিংচিং ও উ মিন সিয়া এবং লিন ইয়ুন ও হো লিয়াং পৃথক পৃথকভাবে নারী ডাবলস তিন মিটার স্প্রিং বোর্ড ডাইভিং ও পুরুষ ডাবলস ১০ মিটার প্ল্যাটফর্ম ডাইভিংয়ের চ্যাম্পিয়ন হয়েছেন। এর আগে চীনের সাঁতারুরা যথাক্রমে পুরুষের এক মিটার স্প্রিং বোর্ড , তিন মিটার স্প্রিং বোর্ডের একক ও ডাবলস, নারীর এক মিটার স্প্রিং বোর্ড, তিন মিটার স্প্রিং বোর্ড, ১০ মিটার প্ল্যাটফর্ম ডাইভিংয়ের একক ও ডাবলসসহ মোট সাতটি স্বর্ণপদক পেয়েছেন। রুশ সাঁতারু গ্লেব গালপেরিন পুরুষের ১০ মিটার প্ল্যাটফর্ম ডাইভিংয়ে প্রতিযোগিতায় একমাত্র স্বর্ণপদক পেয়েছেন।
|