চীনের শিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন ও কার্যক্রম বিভাগের প্রধান হান চিন ২৬ মার্চ পেইচিংয়ে জানিয়েছেন , চীনে বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোতে ২৮ লাখ ছাত্রছাত্রী লেখাপড়া করছে ।
হান চিন বলেছেন , বেসরকারী উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়ন চীনের জন্য নানা ধরণের দক্ষ মানুষ তৈরী করেছে । এটা উচ্চ শিক্ষা গ্রহণের ব্যাপারে জনগণের বৈচিত্র্যময় চাহিদা মেটাতে সক্ষম হয়েছে ।চীনের উচ্চ শিক্ষা গণ পর্যায়ে প্রবেশ করার প্রক্রিয়ায় বেসরকারী বিশ্বিদ্যালগুলোও নিজের দায়িত্ব পালন করেছে ।
হান চিন উল্লেখ করেছেন , চীনে বেসরকারী উচ্চ শিক্ষার উন্নয়নের ইতিহাস তেমন দীর্ঘ নয় বলে বেসরকারী শিক্ষা সংক্রান্ত আইন ভালভাবে কার্যকর করার জন্য আরও অনেক কাজ করতে হবে ।
|