চীনের পিকিং বিশ্ববিদ্যালয় ও থাইল্যান্ডের চুলালংকোর্ন বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে চুলালংকোর্ন বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট ২৬ মার্চ ব্যাংককে নাম ফলকের আবরণ উন্মোচনের মধ্য দিয়ে শুরু করেছে তার যাত্রা থাইল্যান্ডের রাজকুমারী মাহা চাক্রি সিরিন্ধহোর্ন নাম ফলকের আবরণ উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করে কনফুসিয়াস ইনস্টিটিউটকে অভিলেখন করেছেন।
থাইল্যান্ডে চীনের রাষ্ট্রদূত চাং চিউ হোং তার ভাষণে বলেছেন যে, চীনের অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক অবস্থার উন্নতির জন্যে বিশ্বে চীনা ভাষা শিক্ষার হিড়িক পড়েছে। বর্তমানে চীনা ভাষা শিক্ষা , চীনের সংস্কৃতি জানার জন্য থাইল্যান্ডের যুবকযুবতীদের মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে। এর জন্য থাইল্যান্ডে ১১টি কুনফুসিয়াস ইনস্টিটিউট গড়ে উঠেছে।
উল্লেখ্য, দু'পক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা বলেছেন, চীন ও থাইল্যান্ডের সাংস্কৃতিক শিক্ষা বিনিময় ও সহযোগিতা ত্বরান্বিত করার জন্য কনফুসিয়াস ইনস্টিটিউট আরো বেশি প্রতিষ্ঠা করা উচিত।
|