v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-26 19:19:46    
চীনের গ্রামিণ সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থা সুষ্ঠুভাবে উন্নয়নের জন্যে রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্যরা বেশ কিছু ইতিবাচক প্রস্তাব দাখিল করেছেন

cri
  চিকিত্সা গ্রহণসহ দারিদ্র্য সমস্যা হলো সাম্প্রতিক বছরগুলোতে চীনা জনগণের বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম। অর্থনৈতিক শক্তি বেশি দুর্বল হওয়ার গ্রামাঞ্চলে এ সমস্যা খুবই প্রকট আকারে দেখা দিয়েছে। গ্রামিণ অঞ্চলের চিকিত্সা মান দ্রুত উন্নত করার জন্য ২০০৩ সালে চীন সরকার কিছু কিছু পরীক্ষামূলক অঞ্চলে এ নতুন ধরণের গ্রামিণ সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থা চালু করেছে। এর ফলে অনেক সাফল্য অর্জিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের নিয়মিত বার্ষিক অধিবেশনে কৃষকদের এ সমস্যার উপর সদস্যারা খুবই গুরুত্ব দিয়েছেন। তাহলে রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্যরা কি ধরণের মতামত প্রকাশ করেছেন?   চীনের দরিদ্র অঞ্চলের অধিবাসীদের রোগে আক্রান্ত হওয়া সবচেয়ে বড় সমস্যা। রোগে আক্রান্ত হলে প্রয়োজনীয় অর্থ না থথাকায় অনেকে চিকিত্সা গ্রহণ করতে পারে না। কিছু কিছু লোকের অর্থনৈতিক সামর্থ্য আছে , কিন্তু স্থানীয় চিকিত্সা ব্যবস্থা পূর্ণাংগ হয়নি। ফলে তারা যথাযথ চিকিত্সা গ্রহণ করতে পারে না। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের শা'ন সি প্রদেশের অধিবাসী এবং এবারের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য শি সিন মিন কৃষকদের চিকিত্সা প্রদানসহ দারিদ্র্য দূরীকরণ সমস্যা নিয়ে আমাদের সংবাদদাতাকে বলেছেন: " আমি গ্রামে জন্ম গ্রহণ করেছি। এখনো আমার বাবা মা গ্রামাঞ্চলে থাকেন। তাই প্রত্যেক মাসে আমার জন্মস্থানে ফিরে যাই। তখন আমি এ ধরণের বিষয় দেখেছি: গ্রামাঞ্চলের অধিবাসীরা রোগে আক্রান্ত হলে ডাক্তারের কাছে যায় না এবং শরীর জন্য পূর্ণাঙ্গ পরীক্ষাও আর্থিক কারণে করাতে পারে না । অবশেষে, রোগি নিজের শরীরের অবস্থা বেশি খারাপ হয়। এমন ধরণের ব্যাপার গ্রামাঞ্চলে ঘন ঘন দেখা যায়।   শি সিন মিন মনে করেন, বর্তমানে চিকিত্সা নেয়াসহ দারিদ্র্য সমস্যা চীনা কৃষকদের জন্য একটি খুবই বাস্তব গুরুতর সমস্যা। এ ব্যাপারে নতুন ধরণের গ্রামীণ সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থা চালু হওয়ায় বেশ কিছু অগ্রগতি অর্জিত হয়েছে। এ নতুন ধরণের গ্রামীণ সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থা পালনে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিবছর প্রত্যেক অংশগ্রহণকারী কৃষক ২০ ইউয়ান এবং স্থানীয় সরকার আরো ২০ ইউয়ান জমা দেয়া। গ্রামীণ অধিবাসীরা শুধু নিজের ১০ ইউয়ান দিয়ে সহযোগিতামূলক চিকিত্সা তহবিল গড়ে তুলতে পারে। তারা রোগে আক্রান্ত হলে সহযোগিতামূলক চিকিত্সা তহবিল থেকে তাদের চিকিত্সা ব্যয় বহন করা হয়। এতে তাদের অসুবিধা কাটিয়ে উঠতে সাহায্য হয়।" আমাদের এলাকার অধিবাসীরা সবাই এ নতুন ধরণের গ্রামীণ সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থা নিয়ে স্বচ্ছন্দ বোধ করে।"রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য হৌ সু সুন একজন ডাক্তার হিসেবে এ নতুন ধরণের গ্রামীণ সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থার প্রতি অনেক গুরত্ব দেন। তিনি বলেন:" এ ব্যবস্থা চালু হওয়ার পর, অংশগ্রহণকারী কৃষকদের জন্য অনেক মৌলিক চিকিত্সার সুনিশ্চয়তা দেখা দিয়েছে।    জানা গেছে, ২০০৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত, চীনের মোট ৫০ শতাংশ শহর ও জেলায় এ নতুন ধরণের গ্রামীণ সহযোগিতামূলক চিকিত্সা সংক্রান্ত পরীক্ষামূলক কাজ চালু হয়েছে। এতে মোট ০.৪ বিলিয়ন চীনা জনগণ উপকৃত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের চীনের জাতীয় গণ কংগ্রেসের নিয়মিত বার্ষিক অধিবেশনে উপস্থাপিত সরকারী কাজকর্মের রিপোর্টে বলা হয়েছে যে, চলতি বছর চীন ব্যাপকভাবে এ নতুন ধরণের গ্রামীণ সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থাসংক্রান্ত পরীক্ষামূলক জেলার ক্ষেত্র আরও সম্প্রসারণ করবে। ওয়েন চিয়া পাও বলেন:" আমরা সক্রিয়ভাবে নতুন ধরণের গ্রামীণ সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থাপালন করি। এতে পরীক্ষামূলক এলাকার আওতা আরও দেশের ৮০ শতাংশ জেলায় সম্প্রসারিত হবে। সুযোগ হলেই কিছু কিছু এলাকা বেশি দ্রুতভাবে পালন করতে পারে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় মোট ১০.১ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেছে। তা গতবছরের তুলনায় ৫.৮ বিলিয়ন ইউয়ান বেশী।"   তাছাড়া, গ্রামীণ অঞ্চলের চিকিত্সা প্রযুক্তিবিদ সমস্যায় এবারের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্যরা বেশি সচেতনতা দেখিয়েছেন। ইয়ান হং ছেন প্রস্তাব দিয়েছেন যে: গ্রামাঞ্চলের স্বাস্থ্য বিভাগের কাজকর্মের পরিবেশ উন্নত করা, কর্মীদের বেতন ও ভর্তুকি সুনিশ্চিত করা, বহু ক্ষেত্রের মাধ্যমে গ্রামীণ ডাক্তারকে প্রশিক্ষিত করা। যাতে গ্রামাঞ্চলের চিকিত্সা কাজকর্মীদের গুণগত মান উন্নত করা যায়।