চীনের ব্যাপক নারী, বিশেষ করে দারিদ্র্য ক্লিষ্ট প্রত্যন্ত অঞ্চলের নারী ও শহরে আসা নারী শ্রমিকদের স্বাস্থ্য ও চিকিত্সা পরিসেবা দেয়ার কল্যাণমূলক প্রকল্প কার্যকর করার তিন বছরে প্রায় ৯০ লাখ লোক এ থেকে সুবিধা পেয়েছেন।
২৬ মার্চ "মায়ের স্বাস্থ্যের এক্সপ্রেস গাড়ি" নামক প্রকল্পের ৪০টি চিকিত্সা গাড়ি চীনের সিনচিয়াং, ছুনছিং, হোপেই, কুয়াংতুংসহ নানা অঞ্চলে গিয়ে ব্যাপক নারীদের কাছে স্বাস্থ্য সংক্রান্ত জ্ঞান, তত্ত্ব ও পরিসেবা পৌঁছে দিয়েছে।
"মায়ের স্বাস্থ্যের এক্সপ্রেস গাড়ি" প্রকল্প ২০০৩ সালের জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এ প্রকল্পটি স্ত্রীরোগে আক্রান্ত রোগীর সংখ্যা কমানো, বিশেষ করে প্রসূতী নারীর মৃত্যুর হার, শিশুর মৃত্যুর হার কমানো এবং নবজাত শিশুদের ধনুষ্টংকারের হাত থেকে রক্ষার ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করেছে।
|