কুয়েতে ইরানের রাষ্ট্রদূত আলি জান্নাতি ২৬ মার্চ বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর শাস্তি আরোপ সংক্রান্ত নতুন প্রস্তাব গৃহীত হওয়ার পর, ইরান এ ব্যাপারে "যুদ্ধ এবং আলোচনা" দুই ধরণের প্রস্তুতিই নিয়েছে ।
তিনি কুয়েতের " আল ক্বাবাস" পত্রিকাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ইরান যুদ্ধ শুরুর সম্ভাবনার কথা ভেবে প্রস্তুতি নিয়েছে। একই সঙ্গে ইরানও ই ইউ এবং আন্তর্জাতিক আণবিকশক্তি সংস্থার মধ্যে আলোচনা করার প্রস্তুতি নিয়েছে। এ সময় যুদ্ধ শুরু হবে না বলে তিনি আশা প্রকাশ করেছেন। ইরান জানে যে, যুক্তরাষ্ট্র ইরাকের মতো আরেকটি জটিল পরিস্থিতির সৃষ্টি করতে চায় না।
তিনি আরো বলেছেন, ইরান জনগণ যুদ্ধ হওয়ায় চিন্তা করার সম্ভব হবে। তবে তাদের অধিকাংশই ইরান সরকারের শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকারকে সমর্থন করে।
|