রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও রাশিয়ায় রাষ্ট্রীয় সফরের উদ্দেশ্যে ২৬ মার্চ বিশেষ বিমান যোগে পেইচিং ত্যাগ করেছেন। তিনি চীন বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচীতে উপস্থিত থাকবেন।
জানা গেছে, সফরকালে হু চিন থাও রাশিয়ার প্রেসিডেন্ট ,রাষ্ট্রীয় দুমার চেয়ারম্যান ও সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করবেন। তাঁরা দু'দেশের কৌশলগত অংশীদারিত্বপূর্ণ সম্পর্ককে গভীর করা ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে মত বিনিময় করবেন।
চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট চীন বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং চীনের শিল্পীদের প্রদর্শনী দেখবেন।
চীনের এ প্রদর্শনী হচ্ছে এ পর্যন্ত বিদেশে চীনের সবচেয়ে বৃহত্তম জাতীয় প্রদর্শী। চীনের ৩১টি প্রদেশ,স্বায়ত্তশাসিত অঞ্চল,কেন্দ্রশাসিত মহানগর এবং হংকং ,ম্যাকাও বিশেষ প্রশাসনিক এলাকার প্রায় দুই শো সংস্থা এই প্রদর্শনীতে অংশ নেবে। প্রদর্শনীতে দু'পক্ষের শিল্পপ্রতিষ্ঠানের একটি সেমিনার অনুষ্ঠিত হবে।
|