২৬ মার্চ ভারত "অস্ত্র" নামক আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণ করেছে। এটি নিয়ে গত দু'দিনে ভারত এই রকমের দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো।
ভারতের এশিয়া বার্তা সংস্থা সূত্রে জানা গেছে, পূর্ব ভারতের ওরিস্যা বাজ্যের চন্ডিপুরের গবেষণা কেন্দ্র থেকে এই ক্ষেপণাস্ত্রটি উত্ক্ষেপণ করা হয়।
২৫ মার্চ ভারত একই স্থান থেকে এ রকমের আরো একটি ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণ করে।
অস্ত্র ক্ষেপণাস্ত্র ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার উদ্যোগে তৈরী হয়েছে। এটি হচ্ছে ভারতের ক্ষেপণাস্ত্র উন্নয়ন পরিকল্পনার একটি অংশ। ২০০৩ সালে ভারত অস্ত্র ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মত উত্ক্ষেপণ করে।
|